শিরোনাম: |
উলিপুরে বাল্যবিয়ে বন্ধে শিক্ষার্থীদের শপথ
|
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে পণ্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়কে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সভাপতি মজিবর রহমান সরকার। ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় কৈশোর স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের অধিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রব, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহফুজার রহমান, ইএসডিও এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর আহসানুল কবির। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সৈয়দ ফারুক আহম্মেদ, শিক্ষার্থী লিজা আক্তার, রোকাইয়া আক্তার প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আইনের সঠিক বাস্তবায়নেই পারে বাল্যবিয়ে বন্ধ করতে’ শীর্ষক বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, এর আগে বাল্যবিয়ে বন্ধে শপথ নেয় শিক্ষার্থীরা।
|