শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
রবীন্দ্রজয়ন্তীতে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র
Published : Wednesday, 26 April, 2017 at 6:00 AM, Count : 247

বিনোদন প্রতিবেদক : আগামী ৭ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘রবীন্দ্রনাথ (২০১৭)’। আর এ নিয়ে আগামীকাল  সকাল ১০টা বাজে পাবলিক লাইব্রেরি, সেমিনার কক্ষে এক উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের ওপর ‘রবীন্দ্রনাথ ২০১৭’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন তরুণ কবি ও নির্মাতা শ্যামল চন্দ্র নাথ। অনুষ্ঠাটিতে উপস্থিত থাকবেন আহমদ রফিক, কবি ও রবীন্দ্রগবেষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কথাসাহিত্যিক ঝর্না রহমান।
উল্লেখ্য, এই প্রামাণ্যচিত্রের শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত এবং জাপানে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এটি রবীন্দ্রনাথের ওপর বিশ্লেষণধর্মী প্রামাণ্যচিত্র। এতে রবীন্দ্রনাথের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পবিত্র সরকার (ভারত), ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভাষা সৈনিক আহমেদ রফিক, ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, প্রাবন্ধিক যতীন সরকার এবং গানে রেজওয়ানা চৌধুরী বন্যা (বাংলাদেশ)  এবং জাপানে অংশ নিয়েছেন প্রাবন্ধিক প্রবীর বিকাশ সরকার।
প্রামাণ্যচিত্রটিতে রবীন্দ্রনাথের এই বঙ্গে যাপিত জীবন ছাড়াও বৈশ্বিক রবীন্দ্রনাথ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এছাড়া এখানে রবীন্দ্রনাথের সংকট-উত্তরণের বিষয়েও প্রাধান্য পেয়েছে। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে ফুল ফ্রেম মিডিয়া।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft