মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
সুবীর নন্দীর কলমের কালি
Published : Sunday, 16 April, 2017 at 6:00 AM, Count : 275

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর নতুন গান বেরিয়েছে । এর শিরোনাম ‘কলমের কালি’। বাসুর সুর ও সঙ্গীত পরিচালনায় তৈরি হয়েছে এটি। গানটি লিখেছেন জনি হক।
নতুন গান প্রসঙ্গে সুবীর নন্দী বললেন, এই গানে চমত্কার একটা বক্তব্য আছে। সেটা চিরন্তন। আর বাসুর সুর-সঙ্গীত তো বরাবরই প্রশংসনীয়। তিনি খুব বুঝে শুনে কাজ করেন। শ্রোতারা ‘কলমের কালি’ গানটি শুনে তৃপ্তি পেলে আমার গান স্বার্থক হবে।
‘কলমের কালি’ নামের মিশ্র অ্যালবামে প্রকাশিত হয়েছে গানটি। এর বিষয়বস্তু প্রসঙ্গে বাসু ও জনি হক জানান, পেন্সিল দিয়ে কিছু লিখলে ভুল হলে রাবার দিয়ে তা মুছে নতুনভাবে লেখা যায়। কিন্তু কলমের কালি দিয়ে কিছু লেখা হলে তা মোছা যায় না। জীবনের ভুলগুলো যদি কলমের কালি না হয়ে পেন্সিলে লেখা হতো তাহলে সেসব মুছে নতুনভাবে শুরু করা যেত। এই বক্তব্যই রয়েছে গানটিতে।
সুবীর নন্দীর গান প্রসঙ্গে বাসু বলেন, সুবীরদা আমাদের সবার প্রিয় শিল্পী। তিনি গানটি গেয়েছেন, এ জন্য আমরা খুশি। তার অনেক জনপ্রিয় ও কালজয়ী গানের মতোই এটি শ্রোতাদের মনে অনেকদিন টিকে থাকবে আশা করছি।
প্রসঙ্গ, ‘কলমের কালি’ অ্যালবামে গান রয়েছে মোট চারটি। অন্য তিনটি গেয়েছেন মিঠু আহমেদ, বিন্দিয়া ও ইউসুফ। এগুলো লিখেছেন আমিনা নাজনীন ডানা, ভূঁইয়া শফিকুল ইসলাম, ডা. অমল কুমার বর্মণ।
অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলের গান মাল্টিমিডিয়ার ব্যানারে বাজারে এসেছে ‘কলমের কালি’।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft