শিরোনাম: |
হাজারো কণ্ঠে বর্ষবরণ
|
বিনোদন প্রতিবেদক : ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৪’। আসছে বাংলা নববর্ষ, নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে- রবীন্দ্রনাথ ঠাকুরের এই আহ্বান পূর্ণতা লাভের আরেকটি দিন বাংলা নববর্ষ। এরই ধারাবাহিকতাই এবার আয়োজন করেছে চ্যানেল আই ও সুরের ধারার সানসিল্ক নিবেদিত ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৪’।
এ আয়োজন সবার জন্য উন্মুক্ত, সূর্যোদয়ের পরই শুরু হবে এই অনুষ্ঠান পহেলা বৈশাখে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে। এক হাজার শিল্পীর কণ্ঠে থাকবে বর্ষবরণের গান। বর্ষবরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত এবং আধুনিক গানের শিল্পীরা। থাকছে আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবির পরিবেশনা। সার্বিক তত্ত্বাবধানে আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গান ছাড়াও বর্ষবরণ অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো এবং দিনব্যাপী নববষের্র মেলা। থাকবে পিঠাপুলি, ক্ষুদ্র, কুটির ও লোকজ শিল্প পণ্যের সমাহার। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে ‘ঘুড়ি উত্সব।’ বর্ষবরণ উত্সব চলবে দুপুর ১২টা পর্যন্ত। চ্যানেল আই কার্যালয় থেকে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সুরের ধারার চেয়ারম্যান জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ইউনিলিভারের হেড অব পারসোনাল কেয়ার নাফিস আনোয়ার। উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া। এদিকে সুরের ধারার শিক্ষক আজিজুর রহমান তুহিন জানান, পহেলা বৈশাখের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় একই স্থানে সুরের ধারা চৈত্র সংক্রান্তি উত্সব করবে। এ বছরের বিষয় নির্বাচন করা হয়েছে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ আর পহেলা বৈশাখের অনুষ্ঠান সাজানো হয়েছে পঞ্চ-কবির গান দিয়ে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ‘বর্ষবিদায় ১৪২৩’ ও ‘বর্ষবরণ ১৪২৪’ আয়োজন। চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায়। চলবে থেকে রাত ১২টা ৫ মিনিট পর্যন্ত। আর বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে শুক্রবার সকাল পৌনে ৬টায়। |