শিরোনাম: |
আসছে ফাহিমের মিলন সেতু
|
শেখ রাজিয়া সুলতানা : এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফাহিম চৌধুরী। তিনি ছোটবেলা থেকেই নিয়েছেন ক্ল্যাসিক্যাল ও মডার্ন ড্যান্সের ওপর প্রশিক্ষণ। মঞ্চে নাচতে নাচতেই সহশিল্পী রথির মায়ের অনুপ্রেরণায় চলে এলেন সিনেমা জগতে। শুরু হয়েছে তার যৌথ প্রযোজনার ছবি ‘সীমারেখা’ দিয়ে । প্রথম ছবিতেই ববিতা, রজতাভ দত্তের মতো গুণীশিল্পীদের সঙ্গে কাজ করে শেখার সুযোগও পেলেন অনেক। আর দুই বাংলাতেই পেলেন তারকাখ্যাতি। এক পা দু’পা করে ক্যামেরায় দাঁড়াতে দাঁড়াতে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর তিনটি ছবি।
জনপ্রিয় এই চিত্রনায়ক এখন খুবই ব্যস্ত সময় পার করছেন তার চতুর্থ ছবি ‘মিলন সেতু’র প্রচারণা নিয়ে। আগামী ৩১ মার্চ সারাদেশের প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। মিজানুর রহমান মিজানের পরিচালনায় এ ছবিতে তার নায়িকা নবাগতা প্রেমা। আরও আছেন আলিরাজ, মিজু আহমেদ, রেবেকা, রেহানা জলি প্রমুখ। এই ছবির সফলতা নির্ভর করছে পুরোটাই ফাহিমের ওপর। কারণ ছবিটি গড়ে উঠেছে তাকে কেন্দ্র করে। শহর ও গ্রাম দুই ধরনের গল্পই রয়েছে ছবিতে। আলাপকালে ছবি প্রসঙ্গে ফাহিম বলেন, ‘সালমান-শাবনূর জুটির যে সব ছবি দর্শক এখনও মনে রেখেছে আমাদের এই ছবিটিও তেমন। তবে গল্পটি সম্পূর্ণ মৌলিক। আশা করি বরাবরের মতো দর্শক আমার এ ছবিটিকেও দারুণভাবে গ্রহণ করবেন। প্রসঙ্গ, ফাহিমের দর্শকপ্রিয়তা বেড়ে যায় তার ২য় ছবি ‘হূদয় দোলানো প্রেম’ ছবিতে অভিনয় করে। আবুল কালাম আজাদের পরিচালনায় এ ছবিতে তার নায়িকা ছিলেন জনপ্রিয় তারকা আঁচল। তাই ছবিটি নিয়ে আলোচনাও হয়েছিল বেশ। এরপর মুক্তি পায় ফাহিমের ৩য় ছবি দেলোয়ার জাহান ঝন্টু ও মুকুল নেত্রবাদী পরিচালিত ‘মা-বাবার সন্তান’ ছবিটি। উল্লেখ্য, বর্তমানে ফাহিমের হাতে রয়েছে ‘প্রেমলীলা’, ‘মনপাখি’, ‘রাত ১২টার পর’ শিরোনামের তিনটি ছবি। |