শিরোনাম: |
অহঙ্কার-এ জুটি বাঁধলেন শাকিব ও বুবলী
|
শেখ রাজিয়া সূলতানা : শাকিব দুই বাংলার একজন জনপ্রিয় অভিনেতা। তিনি অভিনয় করেছেন বিখ্যাত নামিদামি অভিনয় শিল্পীদের সঙ্গে। নায়ক রাজ্জাক, মান্না, রিয়াজ, আমিন খান, আলমগীর, বাপ্পারাজ, বুলবুল আহমেদসহ আরও অনেকের সঙ্গে।
আবারও শাকিব খান জুটি বেঁধে অভিনয় করছেন নায়িকা বুবলীর সঙ্গে পরিচালক শাহাদাত্ হোসেন লিটনের নতুন ছবি ‘অহঙ্কার’এ। এ ছবিটি আগামী পয়লা বৈশাখে মুক্তির ঘোষণা দেয়া হয়েছিল। ছবির দৃশ্য সব শুট করা হলেও বাকি রয়েছে দুটি গানের শুটিং এটাও চলতি মাসের শেষের দিকে সম্পন্ন হওয়ার কথ আছে। শাকিব খান কলকাতায় চলে যাওয়ায় কিছুটা চাপের মুখে পড়েছেন পরিচালক শাহাদাত্ হোসেন লিটন। কারণ পয়লা বৈশাখের আগে শুটিং ও সম্পাদনা শেষ করে সব প্রস্তুতি নিতে পারবেন কি-না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। পরিচালক শাহাদাত্ হোসেন বলেন, আগামী পয়লা বৈশাখে আমরা ‘অহঙ্কার’ ছবিটি মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু শাকিব খান কলকাতায় চলে যাওয়ায় কিছুটা শঙ্কিত আমরা। যদিও শাকিব খানের শুটিং ও ডাবিং শেষ করেছি। অল্পো কিছু কাজ বাকি আছে শাকিব খান কলকাতা থেকে দেশে আসলে কাজগুলো শেষ করতে পারলেই ছবি মুক্তি দিতে পারব। ‘অহঙ্কার’ ছবির ক্যামেরার কাজ শেষ হওয়ার কথা ছিল ১৪ মার্চ, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হলো না। পরিচালক বলেন, এর কারণ আমরা ছবির গানের শুটিং করেছি গাজীপুরের আনসার একাডেমিতে। ওখানে যেতে-আসতে প্রায়ই যানজটে পড়তে হতো। এর মধ্যে একদিন শাকিব খান কয়েক ঘণ্টা জ্যামে আটকে থেকে বাসায় ফিরে যান, শুটিংই করতে পারেননি। তাই আমরা ছবির শুটিং শেষ করতে পারিনি। আগামী ২৫ মার্চ থেকে টানা তিন-চার দিন শুটিং করতে পারলেই ছবিটি মুক্তি দিতে পারব। এ ছবি প্রসঙ্গে দৈনিক বর্তমানের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, সাকিব খান ঢাকাই চলচ্চিত্রের একজন বহু জনপ্রিয় নায়ক, আমি তাকে খুব সম্মান করি। তার সঙ্গে অভিনয় করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। গত বছরে আমার অভিনিত দুটি ছবি মুক্তিতে আমি বুঝেছি, দর্শক আমাকে অনেক ভালোবাসেন। সেই ধারাবাহিকতাই আবারও পরিচালক শাহাদাত্ হোসেন লিটনের ‘অহংকার’ শিরোনামের সিনেমাতে শাকিব খানের সঙ্গে কাজ করছি। এ ছবিতে দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন। এটা এখন নাইবা বললাম। তিনি আরও বলেন, ডিরেক্টর হচ্ছে একটা ছবির ক্যাপটেন। এ ছবির পরিচালক যথেষ্ট চেষ্টা করেছেন ‘অহঙ্কার’ ছবিতে দর্শকদের জন্য নতুন কিছু উপহার দেয়ার। বাকিটা দর্শক দেখেই বলবেন এবং বুঝবেন। আমার জন্য দোয়া করবেন। আগামীতেও ভালো ছবি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। এ ছবিতে আরও একজন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন তিনি হলেন জিয়া তালুকদার, তিনি বলেন, এ ছবিতে আমার চরিত্র হচ্ছে, আমি একজন খারাপ পুলিশ। যতো খারাপ কাজ আছে পুলিশ হয়ে আমি তা করি। বাস্তবে আমি এমন নই। অভিনয় ক্ষেত্রে আমাদের এগুলো করতে হয়। আমার জন্য সবাই দোয়া করবেন। ছবিটি সম্পাদনা করছেন তৌহিদ হোসেন চৌধুরী। কাজের অগ্রগতি নিয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে শাকিব খানের ডাবিং শেষ করেছি। বাকি কাজগুলোও প্রায় শেষের পথে। তৌহিদ বলেন, আসলে সবকিছুই তো রেডি আছে। এখন শাকিব খান তিনি যদি সঠিক সময় দেশে আসেন এবং শুটিং শেষ করে দেন, তাহলে আমরা এডিট করে ছবিটি রেডি করতে পারব। পুরো বিষয়টি আসলে শাকিব খানের সময় দেয়ার ওপর নির্ভর করছে। প্রসঙ্গ, ‘অহঙ্কার’ ছবির গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। এই ছবিতে তৃতীয়বারের মতো শাকিবের নায়িকা হচ্ছেন শবনম বুবলী। গত ঈদে দুই ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে বুবলী রূপালি পর্দায় অভিষিক্ত হন। বুবলী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন। |