শিরোনাম: |
হূদরোগ প্রতিরোধে পরামর্শ
|
হূদরোগ প্রতিরোধের ক্ষেত্রে করণীয় কাজগুলো নিয়ে মিশিগানের হোলিস্টিক চিকিত্সক ডা. জোয়েল কে. কান কিছু পরামর্শ দিয়েছেন তার হোলিস্টিক হার্ট বুক এ। এখানে তিনি ১ ডজনেরও বেশি প্রেসক্রিপশন দিয়েছেন, যার জন্য আপনাকে ওষুধের দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। চলুন তাহলে তার দেয়া পরামর্শগুলোর বিষয়ে জেনে নেই -
সবচেয়ে শক্তিশালী ওষুধ হচ্ছে খাদ্য: তিনি নিজেও উদ্ভিজভিত্তিক খাবার গ্রহণ করেছেন কয়েক দশক ধরে। কিন্তু চিকিত্সা বিদ্যাতেও খাবারের ধরন হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় বলে রিপোর্ট দেয়া শুরু করার পর তিনিও তার রোগীদের পরামর্শ দেন এ ধরনের খাবার গ্রহণ করার। অনেকেই হয়তো মাংস খাওয়া বাদ দেননি কিন্তু তারা এই পরামর্শ অনুসরণ করে উপকারিতা পেয়েছেন। দিনে অন্তত ৫ কাপ সবজি গ্রহণ করুন: কীভাবে খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদি রোগের ওপর প্রভাব ফেলে তা নিয়ে দুটি বড় গবেষণা হয়েছে যেখানে তারা খুঁজে পেয়েছেন যে, যারা দিনে ৮ বা এর চেয়ে বেশি সারভিংস সবজি গ্রহণ করেন তাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি ৩০ শতাংশ কমে যারা আধা সারভিংস বা এর চেয়েও কম সবজি গ্রহণ করেন তাদের তুলনায়। তাই দিনে অন্তত ৫ কাপ ফল বা সবজি গ্রহণ করুন। দিনে ৩ কাপ চা পান করুন: ব্ল্যাক অথবা গ্রিনটি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমতে সাহায্য করে, রক্তের চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং ইনফ্লামেশন কমায়। যদি মাংস গ্রহণ করেন তাহলে সাধারণ মাংস গ্রহণ করুন: প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলা উচিত্। হার্ভার্ড এর গবেষকদের মতে, সপ্তাহে ১ বারের বেশি প্রক্রিয়াজাত মাংস গ্রহণ করলে হূদরোগের ঝুঁকি ৪২ শতাংশ বৃদ্ধি পায়। অ্যান্টিবায়োটিক বা হরমোন বা এডিটিভস যুক্ত মাংস এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘাস খাওয়া প্রাণীর মাংস খাওয়া ভালো, কারণ এতে শস্য খাওয়া প্রাণীর চেয়ে বেশি ওমেগা ৩ ফ্যাটি এসিড থাকে যা হূদ স্বাস্থ্যের উপকারী। স্ম্যাশ ফিস গ্রহণ করুন: স্যামন, সারডিনের মতো স্ম্যাশ ফিশ গ্রহণ করুন। কারণ এগুলো হূদস্বাস্থ্যের জন্য উপকারী ওমেগা ৩ ফ্যাটি এসিডের ভালো উত্স। অন্য মাছের তুলনায় এদের বিষাক্ত হওয়ার সম্ভাবনা কম। প্রতি রাতে ১১ ঘণ্টা উপোস করুন: বিপাকীয় কাজের মেরামতের জন্য শরীরকে বিরতি দেয়া প্রয়োজন। এই উপবাসে থাকাটাকে এড়িয়ে চললে, মাঝরাতে স্ন্যাক্স গ্রহণ করলে ইনফ্লামেশন, রক্তের চিনির মাত্রা, রক্তের চর্বির মাত্রা এবং কোষের বয়স বৃদ্ধি পায়। ৭টার মধ্যে রাতের খাবার খেয়ে আপনার রান্নাঘরকে মানসিকভাবে বন্ধ করে দিন। সক্রিয়তার অনুশীলন করুন: যারা বেশিরভাগ সময় নিষ্ক্রিয় থাকেন তাদের ৭৩ শতাংশের মধ্যেই বিপাকীয় সমস্যা তৈরি হয়, যা হূদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। প্রতি সপ্তাহে ভিটামিন ওয়াই গ্রহণ করুন: ইয়োগাকেই ভিটামিন ওইয়া বলা হচ্ছে যা হূদপিণ্ডের ওপর সরাসরি ও শক্তিশালী প্রভাব ফেলে। যাদের হূদ স্পন্দনের সমস্যা আছে তাদের ৩ মাস ইয়োগা করলে সমস্যাটি কমে। অন্য একটি গবেষণায় উচ্চ রক্তচাপের সমস্যাযুক্ত ৩০ জন মানুষকে দুই মাস ধরে দিনে দুইবার ৫ থেকে ৭ মিনিট ইয়োগা অনুশীলন করতে বলা হয়, তাদের বিশ্রামরত অবস্থায় হূদস্পন্দনের হার কমে এবং রক্তচাপ ও কমে নিয়ন্ত্রিত গ্রুপের তুলনায় যারা ব্যায়াম করেননি। এছাড়াও তিনি পোষা প্রাণীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতার বিষয়গুলো ডায়রিতে লিখে রাখা এবং সেগুলো সপ্তাহে ১ বার পড়া, যৌন সক্রিয়তা, গরমের সময়ে বায়ু দূষণের মাত্রা কমাতে ঘরের জানালা খুলে রাখা, রান্নাঘর পরিষ্কারের কাজে রান্নার সামগ্রী যেমন- সাদা ভিনেগার, লেবু, বেকিং সোডা বা কর্ণ স্টার্চ ব্যবহার করা, কাঁচ, সিরামিক বা স্টেইনলেস স্টিলের কৌটায় খাবার সংরক্ষণ করা ইত্যাদি কাজগুলো করার জন্য পরামর্শ দেন হূদরোগের ঝুঁকি কমানোর জন্য। - স্বাস্থ্যকথন ডেস্ক |