শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
আমি সব সময় চলচ্চিত্রের স্বার্থে কাজ করেছি: রুবেল
Published : Saturday, 11 March, 2017 at 6:00 AM, Count : 463

শেখ রাজিয়া সূলতানা : চলচ্চিত্রের নায়ক রুবেল। পুরো নাম মাসুম পারভেজ রুবেল। ৮০র দশকের মাঝামাঝি থেকে ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের নিয়মিত দর্শকদের কাছে এক অতি জনপ্রিয় তারকার নাম রুবেল। পুরো দেড় দশকে রুবেল ছিলেন একমাত্র নায়ক যার কোন ছবি ফ্লপ বা ব্যবসায়িক ভাবে ব্যর্থ হয়নি। কারণ রুবেল ছিলেন তখনকার সময়ের গতানুগতিক অ্যাকশন ছবিগুলোর নায়কদের মাঝে সম্পূর্ণ আলাদা। যিনি প্রতিটি ছবিতে মারামারি করতেন খালি হাতে। যার কোনো বন্দুক, গুলির প্রয়োজন ছিল না। তার কাছে যা ছিল তা অন্য কোনো নায়কদের কাছে ছিল না। একমাত্র বাংলাদেশের দর্শকরা তা পেতো হলিউডের ব্রুস্লির ছবিতে। হ্যাঁ, রুবেল ছিল মার্শাল আর্টে পারদর্শী একজন নায়ক যার ছবিতে থাকতো নিত্য নতুন মারামারির কৌশল। আর দর্শক বিস্ময়ে দেখতো যে আমাদের নায়করাও পারে ব্রুস্লির মতো কংফু যা তখনও বলিউডের ছবিতেও দেখা যেত না।
পর্দার চরিত্রের মতো বাস্তবেও প্রতিবাদী তিনি। ‘লড়াকু’ খ্যাত এই নায়কের জ্বালাময়ী বক্তব্য শুনেছেন পাঠক। সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন অ্যাকশন হিরো রুবেল।
এক আলাপে রুবেল জানান, চলচ্চিত্রে কাজের পরিবেশ সংকীর্ণ হয়ে এসেছে। এখানে ভিনদেশি শিল্পী ও ব্যবসায়ীদের দৌড়াত্ম্য বেড়েছে। সবশেষ শাকিবের হাত ধরে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস বাংলাদেশে অনুপ্রবেশ করতে যাচ্ছে, এমনটা শুনে হতাশা প্রকাশ করেছেন রুবেল।
তিনি বলেন, এটা কেমন কথা! আমরা যেখানে নিজেরা দাঁড়াতে পারছি না, সেখানে অন্যদের অবস্থান তৈরি করে দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। এটা হতে দেয়া যাবে না। আমি এসব ব্যাপারে আগে থেকেই খোলাখুলি কথা বলেছি। প্রয়োজনে আবারও আন্দোলন করা হবে।
বাংলাদেশে ভিন ভাষা বা ভিনদেশি ছবির মুক্তির ব্যাপারে নীতিমালা মানা হচ্ছে না বলে মনে করেন রুবেল। তিনি মনে করেন যৌথ প্রযোজনায়ও স্পষ্টতা নেই। এসব পরিস্থিতির জন্য তিনি প্রযোজক সমিতিকে দায়ী করেছেন। তার মতে, প্রযোজক সমিতির নেতাদের মধ্যে ঐক্য নেই।
অন্যদিকে কিংখান খ্যাত নায়ক শাকিব খানের সাম্প্রতিক ভূমিকা বা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা রুবেল। তিনি বলেন, শাকিবের কথা বলে লাভ নেই। তার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। দেশীয় চলচ্চিত্রের স্বার্থ রক্ষায় একদিন কাফনের কাপড় পরে আন্দোলন করেছিলেন তিনি। সেটা হয়তো তিনি ভুলে গেছেন, অন্যরা ভুলে যায়নি।
পারভেজ রুবেল জানান, দেশের চলচ্চিত্র রক্ষার ক্ষেত্রে সরকারই পারে মুখ্য ভূমিকা রাখতে। তিনি বলেন, সরকার চাইলে তিন মাসের মধ্যে পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে। এ ব্যাপারে ইনু ভাই (তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) এগিয়ে আসতে পারেন। আমি সব সময় চলচ্চিত্রের স্বার্থে কাজে করেছি, ভবিষ্যতেও করবো। মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য লড়াই করব।
উল্লেখ্য, বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন রুবেল। বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করছেন তিনি। ‘বিধ্বস্ত’ ‘বীর বাঙালি’ ‘অপরাধ জগত’ প্রভৃতি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছেন রুবেল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft