শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
আজ ৭ নারী তারকাকে নিয়ে সোহাগ
Published : Wednesday, 8 March, 2017 at 6:00 AM, Count : 331

শেখ রাজিয়া সূলতানা : গতকাল ৮ মার্চ ছিল বিশ্ব নারী দিবস। নারীর ক্ষমতায়নকে আরো একটু জোরদার করতে বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয়। আমাদের দেশেও নারী দিবসকে ঘিরে থাকে নানা ধরনের আয়োজন। বিগত কয়েক বছর ধরে নারী দিবসে দেশের বিভিন্ন ক্ষেত্রের সফল নারীদের সম্মাননা দিয়ে থাকে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। এবারও ‘আলোকিত নারী সম্মাননা ২০১৭’ প্রদাণ করা হবে।
আজ ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে  এই সম্মাননার আয়োজন রয়েছে। আর মহতি নারীদের সম্মানে নৃত্য পরিবেশন করবেন দেশের সাত জন জনপ্রিয় নারী তারকা। এই সাতজন নারী তারকাকে একই মালায় গেঁথেছেন দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ। সেই সাত জন নারী তারকা হলেন নৃত্যশিল্পী তামান্না রহমান, অভিনেত্রী তারিন জাহান, আশনা হাবীব ভাবনা, মেহজাবিন চৌধুরী, সাফা কবির, তানজিন তিশা ও সাবিলা নূর। সোহাগ জানান, এই সাত তারকার মধ্যে তারিন জাহান একক নৃত্য পরিবেশন করবেন। সোহাগের কোরিওগ্রাফিতে সেমি ক্ল্যাসিক্যাল এই নাচে উঠে আসবে শিল্প-সংস্কৃতিতে নারীর ভূমিকার কথা। আর অন্য ছয় জন নারী তারকা নাচবেন ‘কবির চোখে নারী’ বিষয়ক থিমে। এখানে তামান্না রহমান ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’ গানে রাধা সাজবেন।
ভাবনার নাচে ফুটে উঠবে সমাজের জাগরনের বাণী। মেহজাবিনকে দেখা যাবে দেশপ্রেমী ও এক প্রতিবাদী নারীর ভূমিকায়। সাফা হবেন ঐতিহাসিক নারী যোদ্ধা চরিত্র চাঁদ সুলতানা। তানজিন তিশা ধনী পরিবারের চার দেয়ালের আবদ্ধতা থেকে মুক্তি চান। আর সাবিলা নূর গ্রামের এক চঞ্চল মেয়ে যে বাল্য বিবাহ, নারী শিক্ষার ব্যাপারে সচেতনতা তৈরি করবেন। সবমিলিয়ে সমাজের বিভিন্ন অঙ্গনের নারীদের চিত্র তুলে ধরা হবে এই নাচে।
এদিকে, আজ শো শেষ করেই সোহাগ উড়াল দেবেন থাইল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য ঈদের নাচের অনুষ্ঠানের শুটিং করবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft