শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১
সেরাটা দিতে প্রস্তুত আমরা: মুশফিক
Published : Monday, 6 March, 2017 at 6:00 AM, Count : 635

ক্রীড়া প্রতিবেদক : আজ গল টেস্টের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার সিরিজ। দুই টেস্টের প্রথমটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে টাইগারদের দলপতি মুশফিকুর রহিম জানালেন নিজেদের সেরা প্রস্তুতি আর লক্ষ্যের কথা।
বাংলাদেশ এবার শ্রীলঙ্কায় অনেক আশা নিয়েই খেলবে। পুরো দলের মধ্যেও সুযোগকে কাজে লাগিয়ে ভালো কিছু করার প্রত্যাশা। সংবাদ সম্মেলনে মুশফিক জানান, ‘আমাদের অনেক সুযোগ রয়েছে টেস্টে ভালো কিছু করার। গত কয়েকদিন ধরেই আমরা কঠোর অনুশীলন করেছি। আশা করি, এই ম্যাচের মধ্যদিয়ে আমাদের ক্রিকেটাররা নিজেদের ফর্ম ফিরে পাবে। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে বলে মনে হচ্ছে।’
আজ ৯৯তম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে বাংলাদেশের অবস্থা খুব একটা উজ্জ্বল নয়। দু’দলের এখন পর্যন্ত ১৬ বারের দেখায় ১৪ বারই পরাজয়ের স্বাদ নিতে হয়েছে টাইগারদের। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অতীতের পরিসংখ্যানে পড়ে থাকতে চান না মুশফিক। ভালো দিকটি সঙ্গী করে আত্মবিশ্বাসী মুশফিক যোগ করেন, ‘বাংলাদেশ দল এবার ভিন্ন একটি দলের বিপক্ষে খেলবে। আগের পরিসংখ্যান যাই থাকুক, এবার আমরা আত্মবিশ্বাসী। অতীত ভালো হলে আত্মবিশ্বাস বেড়ে যায়। ব্যাটসম্যানরা ভালো টাচে আছে। এটা আমাদের মেজর সাপোর্ট দেবে।’
‘শ্রীলঙ্কার এবারের দলটি টোটালি আলাদা দল। তাদের লোকাল ক্রিকেটাররা তরুণ। তারাও ভালো কিছু দেবার চেষ্টা করবে। আমরাও সেরাটা দেবার চেষ্টা করব। তাই বলাই যায়, ম্যাচটি বেশ ভালো হবে।’ জানান মুশফিক।
উইকেট আর স্কোয়াড নিয়ে বলতে গিয়ে মুশফিক জানান, ‘এখানের উইকেট ভালো হবে বলে মনে করছি। আজও (গতকাল) আমরা অনুশীলন করব। আর উইকেট বিবেচনা করেই স্কোয়াড সাজানো হবে। যদি পেসার দরকার তাহলে বেশি পেসারকে সুযোগ দেয়া হবে। আর যদি মনে হয় উইকেট স্পিনবান্ধব তবে স্পিনারদের দিকে তাকিয়ে থাকব। উইকেট থেকে যারা বেশি সুবিধা পাবে, স্কোয়াডে তারাই থাকবে। তবে, প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’ দুই দলের মিলিত টেস্ট খেলার সংখ্যা দিয়ে পরিমাপ করা হলে শ্রীলঙ্কার বর্তমান দলের থেকে বাংলাদেশ অনেক অভিজ্ঞ। এবার নেই কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, দিলশানদের মতো তারকারা। আর গল বাংলাদেশের জন্য পয়া ভেন্যু হিসেবেই পরিচিত। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে গত সফরে। গলে সেবার মুশফিক, আশরাফুলের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ৬৩৮ রান করে বাংলাদেশ, যা টেস্ট ইতিহাসের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষেও সাকিব-মুশফিকদের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস।
এদিকে সংবাদ সন্মেলনে বাংলাদেশ কোচিং স্টাফদের নিয়ে আবারও কথা বলেছেন লঙ্কান টেস্ট দলপতি রঙ্গনা হেরাথ। বাংলাদেশ দলের কোচিং স্টাফরা লঙ্কান হওয়াতেই যত দুশ্চিন্তা হেরাথের।
প্রায় চার বছর পর আবারও গলে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এবার আরও শক্তিশালী দল হয়ে। সেই তুলনায় শ্রীলঙ্কা আগের চেয়ে খর্বশক্তির দল! সেই সঙ্গে বাংলাদেশ দলের তিনজন কোচিং স্টাফ হচ্ছেন শ্রীলঙ্কান। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ট্রেনার ভিল্লাভারায়েন এবং ব্যাটিং কোচ থিলান সামারাবিরা।
তাই শ্রীলঙ্কান অধিনায়কের কণ্ঠে ভয়টা এখানেই। তারা শ্রীলঙ্কার কন্ডিশন সম্পর্কে আপাদমস্তক সবই জানেন। আর এইসব তথ্যই বাংলাদেশের খেলোয়াড়দের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে সোমবার সংবাদ সম্মেলনে রঙ্গনা হেরাথ বলেছেন, ‘শ্রীলঙ্কান কোচিং স্টাফদের নিয়ে তারা খানিকটা এগিয়ে। তারা এই কন্ডিশন সম্পর্কে জানে। শুধু তাই নয়, আমাদের খেলোয়াড়দের দুর্বলতা ও স্বক্ষমতা সম্পর্কেও জানে। যা হয়তো আমাদের খানিকটা পিছিয়ে দেবে। তারপরও একটা নতুন ম্যাচ। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, সেক্ষেত্রে জয় নিয়েই শেষ করতে পারব।’
মুশফিক অবশ্য শ্রীলঙ্কান কোচিং স্টাফ থাকার সুবিধার কথা সেভাবে স্বীকার করলেন না। তার দৃষ্টিতে মাঠে যথাযথ ভাবে পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিই গুরুত্বপূর্ণ, ‘শ্রীলঙ্কান কোচিং স্টাফ হিসেবে আমরা তাদের কাছ থেকে বেশ কিছু সুবিধা পাচ্ছি। কিন্তু এটাই পুরো বিষয় নয়। আমাদের মাঠে ভালো খেলাটা নিশ্চিত করা জরুরি। তারা তাদের বিভিন্ন পরিকল্পনা শেয়ার করে। সেই পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করাটাই হচ্ছে কথা। শ্রীলঙ্কা বর্তমানে তরুণ দল। ঘরের মাঠে তারা ভালো দল। তাদের বিপক্ষে জিততে গেলে আমাদের ভালো ক্রিকেট খেলেই জিততে হবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft