শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১
বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভাষণ ও স্বাধীনতা
Published : Monday, 6 March, 2017 at 6:00 AM, Count : 1391

স্বপন কুমার সাহা : বাঙালির ইতিহাস পুনর্জাগরণের ইতিহাস। এ পুনর্জাগরণের ধারায় আজ বাংলাদেশ বিশ্বের এক উদীয়মান অর্থনৈতিক শক্তি। এ দেশের ১৬ কোটি জনগণের ত্যাগে শ্রমে তলাবিহীন ঝুড়ি থেকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত এ দেশ আজ অনেক দেশের উন্নয়নের প্রেরণা। তবে বাংলার তথা বাংলাদেশের আজকের এ অবস্থানের পেছনে রয়েছে সুদীর্ঘ এক ইতিহাস। রয়েছে ৩০ লাখ শহীদের আত্মাহুতির ইতিহাস, রয়েছে এক মহানায়কের তেজোদ্দীপ্ত ও সুনিপুণ নেতৃত্বের ইতিহাস।
পুনর্জাগরণের মানে হলো ইতিপূর্বে বাংলাদেশ নামের ভূখণ্ডের জনগোষ্ঠী এক জাগরণ বা রেঁনেসায় অংশ নিয়েছিল। ’৪৮, ’৫২, ’৬২, ’৬৬, ’৬৯ এবং সবশেষে ১৯৭১- এই ২৩ বছর ধরে সে মহাজাগরণের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এ সময়ে দীর্ঘ ও প্রলম্বিত সংগ্রাম কখনও মাতৃভাষা বাংলাকে রাষ্টীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রাম। কখনও ছাত্রদের বিজ্ঞানভিত্তিক, সর্বজনীন শিক্ষার জন্য সংগ্রাম, কখনও বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার তথা স্বায়ত্তশাসন আদায়ের জন্য সংগ্রাম। কখনও বা সামরিক শাসনবিরোধী সংগ্রাম, কখনও অর্থনৈতিক দাবি-দাওয়া আদায়ের সংগ্রাম এবং এই পুরো সময় জুড়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মীয় কূপমণ্ডূকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার উপযোগী সুস্থ-সবল সাংস্কৃতিক সংগ্রাম এসব রক্তঝরা বেগবান আন্দোলন প্রেক্ষাপট তৈরি করেছিল এক মহাজাগরণের। যার ঢেউ শীর্ষ বিন্দু ছুঁয়েছিল ১৯৭১-এর মার্চ মাসে।
সেই মার্চে পদ্মা-মেঘনা-যমুনা বিধৌত এ বাংলার মানুষ একটি ভাষণ শুনেছিল। যে মানুষটি সেই ’৪৮ থেকে শুরু করে ’৭১ পর্যন্ত সময়ে ধাপে ধাপে সেই মহাজাগরণের ডাকটি দেয়ার জন্য নিজেকে তৈরি করেছেন ইতিহাসের সমান্তরালে। আর দেশের মানুষকে প্রস্তুত করেছেন সেই ডাকে সাড়া দিয়ে এক মহাজাগরণে সামিল হয়ে ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠ সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, তিনিই হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অমর যে ভাষণটি ক্যালেন্ডারের একটি তারিখকে মহাকালের দেয়ালে সূর্য চিহ্ন এঁকে দিয়ে অনন্তকালের জন্য ভাস্বর করে দিল, সেটি ১৯৭১ সালের ৭ মার্চ। ২৩ বছর ধরে তিল তিল করে রচিত সংগ্রামের পথ বেয়ে মহাজাগরণের এ প্রেক্ষাপট তৈরি হয়েছিল।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল একটি অগ্নিশলাকা যা প্রজ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের ওই দাবানল। যার সামনে টিকতে পারেনি শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এ দেশীয় সহযোগীরা।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণে মূলত স্বাধীনতার ঘোষণাই নিহিত ছিল। এছাড়া বঙ্গবন্ধুর বহুদর্শী ও সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, পরিমিতি বোধের বহিঃপ্রকাশ ঘটেছিল ৭ মার্চের ভাষণে।
আজ থেকে ৪৬ বছর আগে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানি দস্যুদের কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে বঙ্গশার্দুল শেখ মুজিব ওইদিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
কী পরিস্থিতিতে বঙ্গবন্ধু সেই ইতিহাস বিখ্যাত ভাষণ দিয়েছিলেন তা সবারই মোটামুটি জানা। ১৯৭০ সালের ৭ ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ওই নির্বাচনে পূর্ব পাকিস্তানের ১৬৯ আসনের মধ্যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পায় ১৬৭টি। ওই নির্বাচনে বহু রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। সামরিক আইনের অধীনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ১৬৭টি আসন পাওয়ার পর বাকি ২টি আসন পায় পিডিপি। কিন্তু পশ্চিম পাকিস্তানের পিপিপি নেতা জেড এ ভুট্টো এবং পাকিস্তান সামরিক চক্র সংখ্যাগরিষ্ঠ দলের কাছে অর্থাত্ আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে। ওই ষড়যন্ত্রের কারণে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গঠন করতে পারেনি শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এটা ছিল বাঙালিদের ওপর যুদ্ধপূর্বকালীন সবচেয়ে বড় আঘাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন বুঝতে পারলেন এদেশকে স্বাধীন করার বিকল্প আর কোনো পথ খোলা নেই। ৩ মার্চ পল্টনে ছাত্রলীগ আয়োজিত শ্রমিক-জনতার এক সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধু আবেগজড়িত কণ্ঠে বলেন, আমি থাকি আর না থাকি, বাংলার স্বাধিকার আন্দোলন যেন থেমে না থাকে। বাঙালির রক্ত যেন বৃথা না যায়। আমি না থাকলে- আমার সহকর্মীরা নেতৃত্ব দেবেন। তাদেরও যদি হত্যা করা হয়, যিনি জীবিত থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন। যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে হবে- অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বঙ্গবন্ধু আগেই ঘোষণা দিয়েছিলেন, ৭ মার্চ রেসকোর্স ময়দানে তিনি পরবর্তী কর্মপন্থা ঘোষণা করবেন। ৪ মার্চ থেকে ৬ মার্চ সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালনের আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দুর্বার গতিতে আন্দোলন এগিয়ে চলল। সারাদেশে তখন একজন মাত্র নেতা। তিনি হচ্ছেন দেশের শতকরা ৯৮ জন মানুষের ভোটে নির্বাচিত নেতা। দেশের সামরিক শাসন চালু থাকলেও সামরিক সরকারের কথা তখন কেউ শুনছে না। তবে এ অঞ্চলে শেখ মুজিবের কথাই তখন আইন। তার নির্দেশে সমগ্র বাংলাদেশ পরিচালিত হতে থাকে।
সেই আন্দোলনমুখর পরিস্থিতিতে ঘনিয়ে এল ৭ মার্চ। সবার দৃষ্টি ওই দিনটির দিকে। ৭ মার্চ রেসকোর্স ময়দানে কী বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাবিয়ে তুলল পাকিস্তান সামরিক চক্রকেও। কারণ তারা বুঝে গেছে, বাংলাদেশের মানুষের ওপর তাদের আর কোনো নিয়ন্ত্রণ নেই। দেশ পরিচালিত হচ্ছে শেখ মুজিবের কথায়।
চিন্তিত পাকিস্তান সামরিক চক্র কৌশলের আশ্রয় নিল। ৭ মার্চের একদিন আগে অর্থাত্ ৬ মার্চ জেনারেল ইয়াহিয়া খান টেলিফোনে কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে। পূর্ব পাকিস্তান সামরিক সরকারের তত্কালীন তথ্য কর্মকর্তা মেজর সিদ্দিক সালিকের গ্রন্থে এসব তথ্য রয়েছে। ৬ মার্চ জেনারেল ইয়াহিয়া তার দীর্ঘ টেলিফোন আলাপে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলার চেষ্টা করেন, তিনি (বঙ্গবন্ধু) যেন এমন কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ না করেন, যেখান থেকে ফিরে আসার উপায় আর না থাকে।
কিন্তু বঙ্গবন্ধু তার কথায় কর্ণপাত করেননি। কারণ তিনি জানতেন স্বাধীনতা ছাড়া বাঙালির মুক্তির আর কোনো পথ খোলা নেই। আর এ জন্য জাতির জন্য দরকার সুস্পষ্ট দিননির্দেশনা।
পরিস্থিতির চাপে ভীতসন্ত্রস্ত পূর্ব পাকিস্তান সামরিক সদর দফতর থেকে বিভিন্নভাবে শেখ মুজিব ও আওয়ামী লীগকে এই মেসেজ দেয়া হয় যে, ৭ মার্চ যেন কোনোভাবেই স্বাধীনতা ঘোষণা না করা হয়। ৭ মার্চ জনসভাকে কেন্দ্র করে কামান বসানো হয়। এমনকি আধুনিক অস্ত্রশস্ত্র প্রস্তুত রাখা হয়। মেজর সিদ্দিক সালিক তার গ্রন্থে লিখেছেন, পূর্ব পাকিস্তানের জিওসি ৭ মার্চের জনসভার প্রাক্কালে আওয়ামী লীগ নেতাকে স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানের সংহতির বিরুদ্ধে কোনো কথা বলা হলে তা শক্তভাবে মোকাবিলা করা হবে। বিশ্বাসঘাতকদের (বাঙালি) হত্যার জন্য ট্যাংক, কামান, মেশিনগান সবই প্রস্তুত রাখা হবে। প্রয়োজন হলে ঢাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। শাসন করার জন্য কেউ থাকবে না কিংবা শাসিত হওয়ার জন্যও কিছু থাকবে না।
এমন এক কঠিন সঙ্কটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ মার্চ রেসকোর্সে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে চারটি শর্ত দিয়ে ভাষণের শেষাংশে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
বঙ্গবন্ধুর ভাষণের কিছু অংশ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে, তিনি সেদিন যুদ্ধের ঘোষণা যেমন পরোক্ষভাবে প্রদান করেন, তেমনি যুদ্ধে কীভাবে জয়ী হতে হবে সে ব্যাপারেও বক্তব্য রাখেন। স্বাধীন রাষ্ট্রের বৈধ সরকারপ্রধানের মতো একপর্যায়ে বঙ্গবন্ধু বলেন, ২৮ তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের ওপর আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব; এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ...
যা হোক, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তত্কালীন পাকিস্তানি সামরিক শাসক ও বিশ্ব-সম্প্রদায় গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল। সব আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিনিধিরা ঢাকায় উপস্থিত থেকে ভাষণের বিবরণ প্রদান করেছেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছেই নয়; বিশ্ব নেতারা ও বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমেও এ ভাষণকে একটি যুগান্তকারী দিকনির্দেশনামূলক ভাষণ হিসাবে মূল্যায়ন করা হয়েছে।
বঙ্গবন্ধুর ওই ঘোষণার পরই পুরো বাঙালি জাতি যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। বাঙালিদের এই মনোভাব আঁচ করতে পেরেই ২৫ মার্চ রাতে নৃসংশভাবে বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনী। এরপর যা ঘটে তা বিরাট ইতিহাস। তখন বাংলাদেশ ও পাকিস্তানের পক্ষে বিভক্ত হয়ে পড়ে পুরো বিশ্ব। বাংলাদেশের নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষ নেয় দুই বিশ্ব পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও ভারত। অপরদিকে যুক্তরাষ্ট্র ও চীন পক্ষ নেয় পাকিস্তানের। যা হোক দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পরিপ্রেক্ষিতে একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলার আকাশে উদয় হয় স্বাধীনতার লাল সূর্য। আর এর পেছনে রয়েছে ত্রিশ লাখ শহীদের প্রাণ ও লাখ লাখ মা-বোনের ইজ্জতহানি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন পুরো ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল মহাকবির বজ্রকণ্ঠের এক মহাকাব্যিক উচ্চারণ, এতে উজ্জীবিত হয়েই বাঙালি জাতি মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয়। তখন সমরাস্ত্রে বাঙালি পাক হানাদার বাহিনীর তুলনায় অতি সামান্য হলেও বাঙালির আত্মবিশ্বাস ও প্রেরণাশক্তি ছিল অপরিমেয়। আর এ প্রাণশক্তির উত্স ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। তাইতো ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হলেও এ দেশের মুক্তির সংগ্রামে ভাটা পড়েনি। বঙ্গবন্ধুর ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এই মন্ত্রকে হূদয়ে ধারণ করে যুদ্ধ চালিয়ে যায় বাঙালি। তাই এক কথায় বললে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল মুক্তিযুদ্ধের চূড়ান্ত দিকনির্দেশনা এবং ওই ঘোষণার ফসল আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

লেখক: উপদেষ্টা সম্পাদক, দৈনিক বর্তমান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft