সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১
অডিও ইন্ডাস্ট্রিতে স্থবিরতা ভর
Published : Thursday, 2 March, 2017 at 6:00 AM, Count : 562

শেখ রাজিয়া সুলতানা : বর্তমানে স্থবিরতা ভর করছে অডিও ইন্ডাস্ট্রিতে। এ অবস্থা কিছুতেই কাটছে না। গত প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে গতি ফিরছে না ইন্ডাস্ট্রিতে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বেশ ঢিমেতালে চলেছে সঙ্গীত সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম। এ সময় একেবারেই অল্পসংখ্যক অ্যালবাম প্রকাশ হয়েছে। ধারণা করা হচ্ছিল চলতি বছর অন্তত ভালোবাসা দিবসকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠবে ইন্ডাস্ট্রি। তার কিছুই হয়নি। কারণ বেশিরভাগ প্রযোজনা প্রতিষ্ঠান একেবারে হাতেগোনা অ্যালবামে সীমাবদ্ধ ছিল। আবার অনেক কোম্পানি ভালোবাসা দিবসে নিজেদের উদ্যোগে কোনো অ্যালবামই প্রকাশ করেনি।
অনেকে সীমাবদ্ধ ছিল কেবল সিঙ্গেলস প্রকাশে। ভালোবাসা দিবসে সিনিয়র শিল্পীদের কোনো একক অ্যালবাম প্রকাশ হয়নি। বেশিরভাগ চলতি কিংবা তাদের আগের প্রজন্মের শিল্পীদের অ্যালবামই প্রকাশ হয়েছে। ভালোবাসা দিবসে গান নিয়ে সরব ছিলেন আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, আরফিন রুমি, ইমরান, কাজী শুভ, এফ এ সুমন, পূজা, নদী, ঐশী, মিলন, স্বরলিপি, বৃষ্টি, ইলিয়াস হোসেনসহ আরো অনেকে। সিঙ্গেলস ও বিভিন্ন মিশ্র অ্যালবামের মাধ্যমে এসব শিল্পীর গান প্রকাশ হয়েছে। তবে ভালোবাসার অ্যালবামগুলো থেকে এখন পর্যন্ত কোনো ভিডিও প্রকাশ হয়নি।
যার কারণে এখনই ভালোবাসা দিবসে প্রকাশিত অ্যালবাম ও গানের সফলতা-বিফলতা যাচাই বিষয়ে সময় আসেনি বলেই বলছেন সঙ্গীতবোদ্ধারা। কারণ এই সময়ে ভিডিও ছাড়া গান তেমন একটা বের হয়ে আসছে না। গত কয়েক বছরের পরিসংখ্যান তাই বলে। এদিকে ভালোবাসা দিবসে সঙ্গীতা, লেজারভিশন ও জি-সিরিজ তাদের নিজস্ব গতিতে অ্যালবাম প্রকাশ করেছে। অন্যদিকে সাউন্ডটেক, সিডি চয়েস, ঈগল মিউজিক, সিএমভি, সুরঞ্জলিসহ অন্যান্য কোম্পানিগুলোর আয়োজন ছিল বেশ কম। হাতে গোনা কিছু শিল্পীর অ্যালবাম ও গান প্রকাশ করেছে তারা। অন্যদিকে গত বছরের শেষের দিকে নতুন নিয়মের কারণে ওয়েলকাম টিউন করার হার নেমে এসেছে ৫০ ভাগেরও নিচে। এ কারণে পুরো ইন্ডাস্ট্রি বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর সঙ্গে গত বছরের শুরুতে বিভিন্ন কোম্পানির ভুল বিনিয়োগের বিয়ষটিকেও অডিও ইন্ডাস্ট্রির চলতি স্থবিরতার অন্যতম কারণ বলে মনে করছেন সঙ্গীতবোদ্ধারা।
ভালোবাসা দিবসের পর আগামী মাসেই আসছে পহেলা বৈশাখ। বাঙালির সবচেয়ে বড় এ উত্সবকে ঘিরেও অডিও কোম্পানিগুলোর মাঝে তেমন কোনো উত্সাহ, উদ্দীপনা কিংবা প্রস্তুতির লক্ষণ চোখে পড়ছে না। বরং, অনেক অডিও প্রযোজকই হতাশার বাণী শুনিয়েছেন। বিশেষ করে গত বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত যেসব প্রযোজনা প্রতিষ্ঠান বেশ সবর ছিল, তারাই হঠাত্ করে নীরব ভূমিকা পালন করছেন। এমন পরিস্থিতির মধ্যে কদিন আগেই জমকালো আয়োজনে নতুন অডিও কোম্পানি ধ্রুব মিউজিক স্টেশনের আবির্ভাব হলো। ৫০টি নতুন গান প্রকাশ করা হয়েছে এ প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের মিউজিক ভিডিও। এমন পরিস্থিতিতে নতুন অডিও কোম্পানির এমন বিনিয়োগকে সাধুবাদ জানিয়েছেন সঙ্গীত সংশ্লিষ্টরা। কারণ নতুন কোম্পানির আবির্ভাব হলে প্রতিযোগিতাটাও বাড়বে।
এদিকে এ কোম্পানির পর খুব দ্রুতই সিডি চয়েজ মিউজিক নামের নতুন আরো একটি কোম্পানির আবির্ভাব হতে যাচ্ছে অডিও ইন্ডাস্ট্রিতে। এর বাইরে আরও কয়েকটি কোম্পানি সামনে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সব মিলিয়ে এ বিষয়গুলোকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন সঙ্গীতবোদ্ধারা। তবে সার্বিক পরিস্থিতি উন্নয়নে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধন প্রয়োজন বলেও মনে করছেন তারা। একই সঙ্গে প্রতিয়োগিতার মাধ্যমে যেন ইন্ডাস্ট্রির কোনো ক্ষতিসাধন না হয় সেদিকেও মনোযোগ দেয়ার তাগিদ দিয়েছেন সঙ্গীতবোদ্ধারা। অন্যদিকে সঙ্গীত সংগঠনগুলোর দিকে না তাকিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ও সঙ্গীত সংশ্লিষ্টদের একক ভূমিকার মাধ্যমে টিভি চ্যানেল, রেডিও ও মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে সঠিক রয়্যালটি আদায়েও সচেষ্ট হওয়ার কথাও বলছেন সঙ্গীতবোদ্ধারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft