শিরোনাম: |
ইনিংস ব্যবধানে হার মধ্যাঞ্চলের
|
ক্রীড়া প্রতিবেদক : হার এড়াতে শেষ দিনটাতে দুই উইকেট নিয়ে টিকে থাকতে হতো ওয়ালটন মধ্যাঞ্চলকে। কিন্তু দিনের শুরুতেই মাত্র ১২ ওভার ব্যাটিং করে শেষ দুই উইকেট হারালে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ৮০ রান ও ইনিংস ব্যবধানে ম্যাচ হেরেছে মধ্যাঞ্চল।
আগে ব্যাটিং করা ওয়ালটন মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন ওপেনার সাইফ হাসান। এছাড়া তাইবুর রহমান ৪০ ও মেহরাব হোসেন জুনিয়র ২৬ রানের ইনিংস খেলেছেন। উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে সানজামুল ইসলাম ৪৫ রান খরচায় সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া ফরহাদ রেজা নিয়েছেন তিনটি উইকেট। ১৮১ রানের জবাবে খেলতে নেমে উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৫৩৭ রান সংগ্রহ করে। এই ইনিংসে উত্তরাঞ্চলের তিন ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন-নাঈম ইসলাম (১৪২), নাজমুল হোসেন শান্ত (১২৩) ও ধীমান ঘোষ (১১৩)। ওয়ালটন মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে মোশাররফ হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া শাহাদাত হোসেন, শরিফউল্লাহ ও মোহাম্মদ শরীফ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। ৩৫৬ রানে পিছিয়ে থেকে ওয়ালটন মধ্যাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার তৃতীয় দিন শেষে ৬৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে তারা। এরপর ১২৭ রানে পিছিয়ে থেকে বুধবার চতুর্থ ও শেষ দিন শুরু করেছিল মধ্যাঞ্চল। কিন্তু মাত্র ১২ ওভার ব্যাটিং করে ৪২ রান যোগ করে অলআউট হয়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক তরুণ ওপেনার সাইফ হাসান। তিনি ৭০ রানের ইনিংস খেলেছেন। তানভীর হায়দার ৫১, মোহাম্মদ শরীফ ৪৫* এবং আব্দুল মজিদ ৪৩ রানের ইনিংস খেলেছেন। উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া সানজামুল ইসলাম তিনটি উইকেট নিয়েছেন। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচটি ড্র হয়েছে। শেষ দিনে দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের দারুণ প্রতিরোধে এ ফলাফল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলদুটিকে। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের বিনা উইকেটে ২৯ রান নিয়ে ব্যাটিং করতে নামে দক্ষিণাঞ্চল। ১৯৮ রানে পিছিয়ে থাকা দলটি ম্যাচ বাঁচাতে শেষ দিনে ধীর গতিতেই ব্যাটিং করে। ফলে দিন শেষে ৫ উইকেটে ১৯৮ রান করতে সমর্থ হয় দলটি। এরপর আরও দুই ওভার খেলা থাকলেও ফলাফল হবে না জেনে দুই দলই ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে। ওপেনার ফজলে মাহমুদ ৩৬ রানের ইনিংস খেলতে বল মোকাবেলা করেন ১৬৮টি। সমান সংখ্যক রান করতে শাহরিয়ার নাফীসও বল খেলেন ৯৮টি। এছাড়া এনামুল হক বিজয় ৬১ বলে ৩৫ ও তুষার ইমরান ৮৪ বলে ৩১ রান করেন। মোহাম্মদ মিঠুন ৮০ বলে ২৯ ও জিয়াউর রহমান ৫৬ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন। পূর্বাঞ্চলের পক্ষে নাঈম হাসান ৪৮ রানে ২টি উইকেট পান। এছাড়া ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, রাহাতুল ফেরদৌস ও অলক কাপালী। উল্লেখ্য, নিজেদের প্রথম ইনিংসে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে ২৯৬ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল। আর আফিফ হোসেনের সেঞ্চুরিসহ আরও চার হাফ সেঞ্চুরিতে ৫২৩ রানের পাহাড় গড়েছিল পূর্বাঞ্চল। |