সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
সুযোগটা কাজে লাগাতে চাই: মুশফিক
Published : Sunday, 26 February, 2017 at 6:00 AM, Count : 494

ক্রীড়া প্রতিবেদক  : নিউজিল্যান্ড, ভারত সফর শেষ করে এখন টাইগাররা যাচ্ছে শ্রীলঙ্কা সফরে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সেখানে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট পারফরমেন্স সুখকর নয়। সর্বশেষ ২০১৩ সালে শ্রীলঙ্কা সফর করেছিল টাইগাররা। সেখানে একটি টেস্ট ড্র করছিল বাংলাদেশ। সেই টেস্টে প্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিশতক রানের দেখা পেয়েছিল বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে সবশেষ টেস্ট খেলেছে ২০১৩ সালে। ওই বছর লঙ্কান দলে ছিলেন কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান, নুয়ান কুলাসেকারা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো অভিজ্ঞ এক একজন ক্রিকেটার। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রায় সব লড়াই হয়েছে একতরফা। ১৬ টেস্টের ১৪টিতেই জিতেছে শ্রীলঙ্কা। বাকি দুটি ড্র। কিন্তু সময়ের সঙ্গে দৃশ্যপটে এসেছে পরিবর্তন।
বাংলাদেশকে পেলেই শ্রীলঙ্কার যে বোলার-ব্যাটসম্যানরা জ্বলে উঠতেন, তারা এখন কেউ নেই। লঙ্কানদের আরও একটি দুঃসংবাদ, চোটে পড়ে ছিটকে পড়েছেন তাদের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও।
শক্তিমত্তার বিচার তাই টেস্টে এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা সমান সমান বললে ভুল হবে না।চার বছরের ব্যবধানে লঙ্কানরা আবার যখন টাইগারদের নিজর মাটিতে আমন্ত্রণ জানাল, তখন তাদের সেই অভিজ্ঞরা নেই। সঙ্গত কারণেই স্বাগতিকরা কিছুটা ব্যাকফুটে একথা বলাই যায়। অভিজ্ঞ প্লেয়ারদের অনুপস্থিতিতে লঙ্কানদের এই পিছিয়ে থাকার ব্যাপারটিকেই আসন্ন টেস্ট সিরিজে ভালো কিছু করার সুযোগ হিসেবে দেখছেন টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে গতকাল রোববার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি জানান, ‘সুযোগতো অবশ্যই। প্রতিটি সিরিজেই সবার জন্য সুযোগ থাকে। ওদের সেরা ক্রিকেটাররা অনেকেই নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও নেই। হয়তো ওরাও চাপে থাকবে এই ভেবে যে, বাংলাদেশ এখন আর আগের সেই অবস্থানে নেই। বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক পরিপক্ক ও আগের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলছে। সেদিক থেকে অবশ্যই সেরা সুযোগ।’
এ কথা ঠিক যে সেরা কম্বিনেশন নিয়ে অনভিজ্ঞ স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে মুশফিক ভালো কিছু করতে চাইছেন। তবে তার আগে পা মাটিতেই রাখছেন এই লাল-সবুজের টেস্ট কাপ্তান, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে, খেলাটি ওদের ঘরের মাঠে। তবে নির্ভর করছে আমরা আমাদের সেরাটা কতটুকু দিতে পারি। যদি আমরা আমাদের সেরাটি দিতে পারি তাহলে অবশ্যই ফলাফল আমাদের দিকেই আসবে।’
শুধু অনভিজ্ঞ ক্রিকেটারদের বিপক্ষে খেলাই এই সিরিজে টাইগারদের জন্য একমাত্র সুযোগ হিসেবে দেখছেন না মিস্টার ডিপেন্ডেবল। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান কোচিং স্টাফ, হেড কোচ, ট্রেনার ও ব্যাটিং পারমর্শক এই তিনজনই শ্রীলঙ্কান। সিরিজে ভালো কিছু করতে তাদের কাছ থেকেই প্রতিপক্ষের খুঁটিনাটি তথ্য নিয়ে নিজেদের ধারালো করে মাঠে নামার ব্যাপারটিও থাকছে এই সিরিজে। তাই ভালো ফলাফলে বেশ নির্ভার মুশফিক। মুশফিক যোগ করেন, ‘আমাদের কোচিং স্টাফ শ্রীলঙ্কান, তাদের কাছ থেকেও আমরা অনেক তথ্য নিয়েছি। আশা করছি সেটাও আমাদের কাজে দেবে।’ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গলে ৭-১১ মার্চ স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে লড়বে মুশফিক বাহিনী। আর সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ১৫-১৯ মার্চ কলম্বোতে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft