শিরোনাম: |
ব্রিজ হেলে পড়ায় দুর্ভোগে ৪০ হাজার মানুষ
|
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরসভা এলাকায় বালাঘাট ব্রিজটি ধসে একদিকে হেলে পড়ায় ১৫ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এলাকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে।
এলাকাবাসী জানায়, দেড়যুগ আগে নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড়, মোছলিয়া ও মেছনি বিলের সংযোগ স্থলে বালাঘাট ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি দিয়ে উপজেলার কানিপাড়া, জোলাপাড়া, টাপুরচর, নেয়াখালীপাড়া, সাতানিপাড়া, হিন্দুপাড়া, মুন্সীটারী, পঞ্চায়েতপাড়া, ফকিকের হাট, নেওয়াশী, খরিবাড়ী গ্রামের মানুষ যাতায়াত করে। গত বন্যার সময় সংযোগ সড়ক ভেঙে ব্রিজটি হেলে পড়ে। ফলে ১৫ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা ভাঙা সংযোগ সড়ক ও ব্রিজের ওপর কাঠ দিয়ে পারাপারের ব্যবস্থা করলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও প্রতিদিন পথচারী, সাইকেল আরোহী ও রিকশাচালকরা দুর্ঘটনার আশঙ্কা নিয়েই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছেন। তবে কেউ ভারী কোনো মালপত্র ব্রিজের ওপর দিয়ে আনা-নেয়া করতে পারছেন না। এলাকাবাসী সেখানে নতুন ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়েছেন। মোছলিয়া গ্রামের আবেদ আলী জানান, এই ব্রিজের কারণে তারা যানবাহন নিয়ে ভালোভাবে চলাফেলা করতে পারেন না। কোনো মালামাল আনা নেয়া করতে পারেন না। কানিপাড়া গ্রামের শামসুল হক জানান, গত বন্যার পর থেকে নাগেশ্বরী পৌরসভার মেয়রকে ব্রিজ নির্মাণের কথা জানিয়ে আসছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। রাতের এই ভাঙা ব্রিজে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নাগেশ্বরী পৌরসভার পৌর মেয়র আবদুর রহমান জানান, ব্রিজটি ভেঙে লোকজনের চলাচলে অসুবিধা হচ্ছে। তিনি প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলেছেন। চলতি অর্থবছরে এখানে নতুন ব্রিজের কাজ হবে। |