বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
হাবিব-ন্যানসির তুমি আমার
Published : Saturday, 18 February, 2017 at 6:00 AM, Count : 308

শেখ রাজিয়া সূলতানা : হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনীরা ন্যানসি ডুয়েট গান মানেই শ্রোতাদের জন্য বিশেষ উপহার সঙ্গীতের দারুণ চমক। ২০০৬ সালে হূদয়ের কথা, চলচ্চিত্র দিয়ে তারা প্রথমবার দ্বৈতগানের জুটি হিসেবে আসেন। সেই ছবিতে পৃথিবীর যত সুখ, গানটি দিয়ে মাতিয়েছিল সারাদেশ।
এরপর একে একে গেয়েছেন ‘আমি তোমার মনের ভেতর’ ‘বাহির বলে দূরে থাকুক’ ‘দুই দিকে বসবাস’ ‘এতদিন কোথায় ছিলে’ ‘ঝরাপাতা উড়ে যায়’র মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গান।
সেই ধারাবাহিকতায় নতুন করে আবারও গান নিয়ে হাজির হাবিব-ন্যানসি। শিরোনাম ‘তুমি আমার’। এর কথা লিখেছেন কবির বকুল। এরইমধ্যে সিডি চয়েজের ইউটিউব পেজে প্রকাশ পেয়েছে প্রযোজক আরশাদ আদনানের পরিচালনায় নির্মিত গানটির মিউজিক ভিডিও। গানের মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তারেক জামান।
এ প্রসঙ্গে মিউজিক ভিডিওটির নির্মাতা আরশাদ আদনান বললেন, হাবিব ও ন্যানসির গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা একসঙ্গে গান করলেই চমক তৈরি হয়। এবারের গানটিও বেশ শ্রুতিমধুর হয়েছে। আর মিউজিক ভিডিওটির দুজন মডেলই দারুণ কাজ করেছেন। আশা করছি মিউজিক ভিডিওটি সবার মন ছুয়ে যাবে।
ভার্সেটাইল মিডিয়ার ‘সুলতানা বিবিয়ানা’ চলচ্চিত্রের প্রমোশনাল মিউজিক ভিডিও হিসেবে মুক্তি পেয়েছে গানটির ভিডিও।
ছবির প্রযোজক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের ১০ তারিখে ‘সুলতানা বিবিয়ানা’ মুক্তি পাচ্ছে সারাদেশে। মন মাতানো প্রেমের গল্পের ছবিটি দর্শককে হলে টানবে বলে প্রত্যাশা আমার।
হিমেল আশরাফ পরিচালিত এই চলচ্চিত্রের গল্প লিখেছেন অকাল প্রয়াত ফারুক হোসেন। ছবিতে বাপ্পী-আঁচল জুটি ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান প্রমুখ। যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার দৃশ্যধারণের কাজ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft