বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র নীতি শিথিল করলেন ট্রাম্প
Published : Thursday, 16 February, 2017 at 6:00 AM, Count : 338

বর্তমান ডেস্ক : দ্বি-রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যকার সংঘাত সমাধানের নীতি শিথিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেষ পর্যন্ত দুই পক্ষকেই সংঘাত সমাধানের উপায় নির্ধারণ করতে হবে। তবে ট্রাম্প বলেন, দুই পক্ষেরই ছাড় দিতে হবে। গত কয়েক দশক ধরে দুটি প্রথক রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন-ইসরাইল সঙ্কট সমাধানের নীতি সমর্থন করে আসছিল যুক্তরাষ্ট্র। বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প নিশ্চিত করলেন যে, দুই দেশের মধ্যে সঙ্কট নিরসনে দ্বি-রাষ্ট্রের ভিত্তিতে সমাধানের জন্য যুক্তরাষ্ট্র আর চাপ দেবে না। সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রতিশ্রুতি দেন যে তিনি একটি ‘মহান’ শান্তি চুক্তি করবেন। দ্বি-রাষ্ট্র নীতিই যে এগিয়ে যাবার একমাত্র পথ বলে তিনি মনে করেন না সেটি নিশ্চিত করার পাশাপাশি ইসরাইলে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরানো নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন- দুই রাষ্ট্র বা এক রাষ্ট্র যেটাই হোক, দুই পক্ষ যেটা পছন্দ করবে সেটাই আমি পছন্দ করব। যে কোনোটি হলেই হয়। বিবি (নেতানিয়াহু), ইসরাইলিরা এবং ফিলিস্তিনিরা যেটিতে খুশি, তাতে আমিও খুশি। আর আমি দেখতে চাই যে দূতাবাস জেরুজালেমে সরানো হোক। বিষয়টি আমরা খুব যত্নের সঙ্গে দেখছি। সংবাদ সম্মেলনে পাশে দাঁড়ানো নেতানিয়াহুকে অধিকৃত এলাকায় বসতি নির্মাণ ‘কিছু সময়ের জন্য আটকে রাখার’ আহ্বান জানান। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে হাজার-হাজার বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরাইল। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে দুই নেতার কেউই ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়ে স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেননি। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট কার্যালয় থেকে দ্বি-রাষ্ট্রের ভিত্তিতে সমস্যা সমাধানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে। এতদিন পর্যন্ত জাতিসংঘ, আরব লীগ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দ্বি-রাষ্ট্র নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছিল। সেই অবস্থান এখন শিথিল করল যুক্তরাষ্ট্র। বিবিসি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft