শিরোনাম: |
ভালোবাসা দিবসে সরকারি গোলাপ ভারতে
|
বর্তমান ডেস্ক : ভুবনজুড়ে পাতা প্রেমের ফাঁদে পা দিতে এ বার আহ্বান জানাচ্ছে সরকারও! ‘ভ্যালেন্টাইন্স ডে’র সময়ে প্রেমিকার হাতে অন্তত একটা লাল গোলাপ ধরানো ইতোমধ্যেই প্রায় রীতি। এমন দিনে প্রেমিকদের মান রাখতে সঙ্গী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারও। সরকারি উদ্যোগেই প্রেম দিবসে শহরজুড়ে বিভিন্ন কলেজ, বিনোদন পার্ক, শপিং মলের সামনে গোলাপের ডালি সাজিয়ে হাজির হবে গাড়ি। বাজার চলতি মূল্যের চেয়ে কিছুটা কমেই মিলবে সেই সরকারি গোলাপ। শহরের পথে পথে গোলাপ বিক্রির এই প্রকল্পের জন্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন উন্নয়ন নিগম হাত মিলিয়েছে কলকাতার বহু পুরনো গ্লোব নার্সারির সঙ্গে। যে সব জায়গায় তরুণ-তরুণীদের জমায়েত বেশি হয়, ফুলের সম্ভার নিয়ে তেমন এলাকায় পৌঁছে যাবে খাদ্য প্রক্রিয়াকরণ নিগম ও গ্লোব নার্সারির যৌথ প্রকল্পের গাড়ি। আজ মঙ্গলবার সল্টলেকের সিটি সেন্টার, নিক্কো পার্ক, নিউ টাউনের ইকো পার্ক, কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, নন্দন চত্বরের মতো এলাকায় মিনিপল, ডাচ গোলাপ, লিলি, অর্কিড, হ্যালিকোনিয়ার মতো বিভিন্ন ফুলের সম্ভার মিলবে। তবে কি সময়ের সঙ্গে স্রোতে ভেসে প্রেম-ব্যবসায় নাম লেখাল সরকারও? প্রেম দিবস উদযাপনের কথা অবশ্য ফুলের গাড়িগুলিতে লেখা থাকবে না। শুধুই যৌথ প্রকল্পের মাধ্যমে ফুল বিক্রির বিষয়টি উল্লেখ করা থাকবে গাড়ির গায়ে। নিগমের আধিকারিকেরা জানান, সরকার প্রেম দিবস কিংবা ‘ভ্যালেন্টাইন্স ডে’র মতো কিছু পালনে সরাসরি যুক্ত হতে পারে না। তবে রাজ্যকে যখন বাণিজ্যের ভবিষ্যত্ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়, তখন ‘ভ্যালেন্টাইন্স ডে’র মতো একটি দিনে ফুলচাষিদের ব্যবসার সুযোগ করে দিয়ে একটা বার্তা দেয়া চেষ্টা তো করাই যায়। চাষিদের কথা মাথায় রেখেই তবে প্রেম-বাণিজ্যে নামছে সরকার?
|