শিরোনাম: |
গাংনীতে খোলা আকাশের নিচে পাঠদান
|
মেহেরপুর প্রতিনিধি : মেহেপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিসঙ্কট থাকায় খোলা আকাশের নিচে চলছে পাঠদান। অবকাঠামোগত সমস্যার কারণে দু’শিফটে গাদাগাদি করে বসে শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে। অধিক সংখ্যক ছাত্রছাত্রী থাকলেও স্কুল ভবন, বেঞ্চসহ নানা সঙ্কটে খুঁড়িয়ে চলছে এ বিদ্যালয়টি। শিক্ষার পরিবেশ না থাকায় অনেক শিক্ষার্থী অন্যত্র চলে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, স্থানীয় জনগণের চাহিদায় ১৯৮৫ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সরকারিভাবে ১৯৯৩-৯৪ সালে বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণ করা হয়। স্কুলের মোট জমি ৩৫ শতাংশ। এর মধ্যে আবাদী জমির পরিমাণ ৭ শতক। ৩টি শ্রেণিকক্ষ ও একটি অফিসের মধ্যে ইতোমধ্যে একটি কক্ষ প্রি-প্রাইমারি ক্লাসের জন্য ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুটি রুমে এতসংখ্যক শিক্ষার্থীদের নিয়ে ঠাসাঠাসি করে ক্লাস নিতে হয়। বারবার আবেদন করেও কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায় নানা সমস্যায় জর্জরিত-জরাজীর্ণ হয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়টি। দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলেও শ্রেণিকক্ষ বৃদ্ধি না পাওয়ায় কোমলমতি শিশুদের খোলা আকাশের নিচে রোদে পুড়ে ক্লাস করতে হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। এ ব্যাপারে স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম কাওছার জানান, ক্লাসরুমের ছাদের অবস্থাও ঝুঁকিপূর্ণ। অনেকাংশে ফাঁটল ধরেছে। অন্যদিকে টয়লেটের অবস্থা ও টিউবওয়েলের অবস্থাও ভালো না। স্কুলের সঙ্গে গড়ে ওঠা অন্য একটি বেড়ার ঘরে কোনোরকমে পাঠদান করতে হয়। প্রাথমিক বিদ্যালয়টি পার্শ্ববর্তী গ্রামগুলোর শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ে রয়েছে ১৬০ জন ছাত্রছাত্রী ও ৫ জন শিক্ষক। ছাত্রছাত্রীরা জানায়, শ্রেণিকক্ষ সঙ্কট ও বেঞ্চ না থাকায় গাদাগাদি করে বসতে হয়। খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করতে গিয়ে খুব কষ্ট হয় এবং গরমের সময় রোদে ও বর্ষায় ভিজে অনেকে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীরা কেউ জানে না এভাবে কতদিন তাদের কষ্ট করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্কুলটি অবকাঠামো তৈরি ও শিক্ষার পরিবেশ ফিরে আসবে এমনটি প্রত্যাশা করেছেন এলাকাবাসী। গাংনী উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হাবীব (ভারপ্রাপ্ত) বলেন, রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান জানান, ভবন নির্মান, বেঞ্চসহ অবকাঠোনোর জন্য শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে প্রশাসনের সহায়তার জন্য অনুরোধ করা হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে প্রাথমিক সমস্যা দূরীকরণে ব্যবস্থা নেয়া হবে। |