শিরোনাম: |
আজ বসন্ত উত্সব
|
বিনোদন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় পয়লা ফাল্গুন আজ আয়োজন করা হয়েছে বসন্ত উত্সব। বসন্ত কথন পর্বে আলোচনায় অংশগ্রহণ করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি-গোলাম কুদ্দুছ, উত্সব কমিটির সহ-সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানজার চৌধুরী, সভাপতিত্ব করবেন কমিটির সহ-সভাপতি কাজল দেবনাথ।
আয়োজক সূত্রে জানা গেছে, মতিয়ারের সারেঙ্গি বাদন ও অসিত কুমার দে’র শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আজ সকাল ৭টা ৫০ মিনিটে হতে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাসহ একযোগে পুরনো ঢাকার বাহাদুরশাহ পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা ৩নং সেক্টরের রবীন্দ্র সরণির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান হবে। চারুকলা থেকে সকাল ও বিকেলের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। রবীন্দ্র সরোবরের অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে এনটিভি। এ উত্সবে যন্ত্রসঙ্গীত, বসন্ত কথন পর্ব, প্রীতিবন্ধনী, আবির বিনিময়, একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, এককসঙ্গীত, দলীয়সঙ্গীত, দলীয় নৃত্য, আদিবাসীদের ও শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা থাকবে। উল্লেখ্য, গত ২২ বছর ধরে এ উত্সব অনুষ্ঠিত হচ্ছে। প্রয়াত ওয়াহিদুল হক এই উত্সব শুরু করেছিলেন। প্রথমদিকে উত্সবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি প্রয়াত শামসুর রাহমান। |