শিরোনাম: |
জাফলংয়ের পাথর কোয়ারি সচলের দাবিতে শ্রমিক ধর্মঘট
|
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা : সিলেটের সীমান্তবর্তী জাফলং পাথর কোয়ারি বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় সংশ্লিষ্ট শ্রমিকরা গতকাল মঙ্গলবার ধর্মঘট কর্মসূচি পালন করেছে।
শ্রমিকদের আয়-রোজগারের একমাত্র উত্স হচ্ছে জাফলং পাথর কোয়ারি। পাথর কোয়ারি বন্ধ থাকায় দুই উপজেলার লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়ছে। কর্মহীন শ্রমিক পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকরা অবশেষে নিরুপায় হয়ে গতকাল লক্ষাধিক নারী-পুরুষ ও ট্রাক মালিক সমিতি, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, জাফলং পাথর কোয়ারি সচলের দাবিতে বিক্ষোভ চালায়। তারা কাজ চাই, ভাত চাই, পাথর কোয়ারি বন্ধ কেন? প্রশাসন জবাব চাই’, ব্যানারে স্লোগানে মুখরিত হয়ে সড়ক অবরোধ করে এ ধর্মঘট ও কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে দূরপাল্লার সব ধরনের যানচলাচল ও উপজেলা সদরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, জাফলংয়ের পাথর কোয়ারি সচল না হলে সিলেটের উত্তরপূর্বাঞ্চল সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটতে পারে। |