বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
শিগগিরই কক্সবাজার সমবায় টাওয়ারের নির্মাণকাজ শুরু হবে
থাকবে আধুনিক শপিংকমপ্লেক্স ও ফাইভ স্টার হোটেল
Published : Monday, 16 January, 2017 at 6:00 AM, Count : 220

বর্তমান প্রতিবেদক : শিগগিরই কক্সবাজার ‘সমবায় টাওয়ার’ নির্মাণকাজ শুরু হবে। নগরীর ঝাউতলায় সমুদ্র সৈকতের সন্নিকটে মনোরম পরিবেশে নির্মিতব্য ১৫ তলা বিশিষ্ট এই টাওয়ারে থাকবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত শপিংকমপ্লেক্স এবং ফাইভ স্টার হোটেল। মনোমুগ্ধকর ডিজাইনে সুপরিসর অভ্যন্তরীণ নির্মাণশৈলিতে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে এই  টাওয়ার।
গতকাল সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে কক্সবাজার সমবায় টাওয়ার নির্মাণ প্রকল্পের বিস্তারিত বিষয়ে আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে কক্সবাজার সমবায় ব্যাংক কর্তৃপক্ষ এবং সানমুন স্টার গ্রুপ কর্তৃপক্ষ এ ব্যাপারে একমত পোষণ করেন। উভয়পক্ষের সম্মতিতে এবং পারস্পরিক সহযোগিতায় খুব শিগগিরই সমবায় টাওয়ারের নির্মাণকাজ শুরু করা হবে বলে বৈঠক সূত্রে জানা যায়।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সানমুন স্টার গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক বর্তমান সম্পাদক ও প্রকাশক আলহাজ মিজানুর রহমান এবং কক্সবাজার সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft