রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
ইতিবাচক পরিবর্তনের আশা রোহিঙ্গাদের
Published : Monday, 16 January, 2017 at 6:00 AM, Count : 470

বর্তমান ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম অধ্যুষিত অঞ্চলে জাতিসংঘের বিশেষ দূতের আগমনের ফলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন নির্যাতিত রোহিঙ্গারা। ওই অঞ্চলে চলমান সেনা অভিযানে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ করাসহ হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি রোববার রাখাইন রাজ্যে তার তিন দিনের সফর শেষ করেন। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা, অত্যাচার নির্যাতনের অভিযোগ তদন্ত করার জন্য তিনি এই রাজ্য সফর করেন। তাদের এই দমন অভিযানের ফলে সম্প্রতি ৬৫ হাজারের মতো মুসলিম রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে গেছেন। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ইয়াংহি লি ১২ দিনের সফরে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। তবে তিনি মূলত রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের বিষয়ে বেশি মনোযোগ দিবেন বলে ধারণা করা হচ্ছে। মার্চ মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই সংক্রান্ত প্রতিবেদন পেশ করবেন তিনি। ইয়াংহি লি রোববার কাই কান পাইয়িন গ্রামে যান। সেখানে তিনি সেনাবাহিনীর অভিযানের ফলে বিভিন্ন গ্রাম থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাত্ করেন। এই গ্রামে নাম প্রকাশে অনিচ্ছুক বাস্তুচ্যুত একজন রোহিঙ্গা বলেন, ‘আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা সত্যিই আশা করছি তার সফরের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য ইতিবাচক পরিবর্তন আসবে এবং আমাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।’ তবে পাশাপাশি তিনি নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। কারণ সম্প্রতি যেসব রোহিঙ্গা মুসলিম আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রাখাইনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তাদের গ্রেফতার করা হচ্ছে বলে জানান তিনি। কাই কান পাইয়িন গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, ‘ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে এমন শতাধিক মানুষ আমাদের গ্রামে এসে বাস করছে। কারণ তাদের যাওয়ার কোনো জায়গা নেই।’ গত শনিবার লি রাখাইনের উত্তরাঞ্চলের কারাগারে যান। সেখানে কর্তৃপক্ষ তাকে জানান, গত বছরের অক্টোবরে নয়জন পুলিশকে হত্যার অভিযোগে সন্দেহভাজন শতাধিক রোহিঙ্গাকে তারা আটক করে রেখেছেন। অবশ্য তিনি কোনো বন্দির সঙ্গে কথা বলেছেন কি-না তা জানা যায়নি। গত শুক্রবার তিনি রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে সফর করেন। সেখানে তিনি ৪ হাজার রোহিঙ্গা আটকা পড়ে আছেন এমন একটি ছিটমহল পরিদর্শন করেন। সেখানকার বাসিন্দারা আশা করছেন, জাতিসংঘের বিশেষ দূতের সফরের ফলে পরিস্থিতির উন্নতি ঘটবে। এবার নিয়ে পঞ্চমবারের মতো মিয়ানমার সফর করলেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।
এর আগে গত বছরের নভেম্বরে তিনি রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে অবিলম্বে স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বাস করা সত্ত্বেও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির সরকার ১০ লাখের মতো সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সে দেশের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। এছাড়া ২০১২ সালে রাখাইন রাজ্যে বৌদ্ধ-মুসলিম দাঙ্গার ফলে ১ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা বর্তমানে দেশটির বিভিন্ন আশ্রয় শিবিরে বাস করছেন। সূত্র: এবিসি নিউজ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft