শিরোনাম: |
ঠাণ্ডার শেষ সীমানা যে গ্রাম
|
বর্তমান ডেস্ক : পৃথিবীর সবচেয়ে ঠাণ্ডা স্থান হলো রাশিয়ার ওয়মিয়াকন গ্রাম। এটি ঠাণ্ডার শেষ সীমানা নামেও পরিচিত। এই গ্রামের গড় তাপমাত্রা থাকে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। ওয়মিয়াকন গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৭১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। খবর ডেইলি মেইল।
এতে বলা হয়েছে, ওয়মিয়াকন গ্রামটিতে প্রায় পাঁচশ’ মানুষের বসবাস। এ গ্রামের মানুষের প্রধান পেশা মূলত বল্গা হরিণ পালন, শিকার ও মাছধরা। এখানকার অধিবাসীরা প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার কারণে ফসলের চাষ করতে পারেন না। বল্গা হরিণই এদের খাবারের প্রধান উত্স। ওই গ্রামবাসীরা ঠাণ্ডায় অভ্যস্ত হয়ে গেছে। তবে তাপমাত্রা যদি মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তখন গ্রামটির একমাত্র স্কুলটি বন্ধ রাখা হয়। প্রচণ্ড ঠাণ্ডার কারণে ওয়মিয়াকন গ্রামের বাসিন্দাদের বেশকিছু সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে রয়েছে কলমের কালি জমে যাওয়া, বন্ধ করার পর গাড়ি ফের চালু করা। সবচেয়ে বড় সমস্যা হলো, গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেয়ার জায়গা পাওয়া যায় না। সে ক্ষেত্রে মৃতদেহ ভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত তিন দিন সময় লেগে যায়। তবে এই তাপমাত্রার কারণেই কিন্তু ওয়মিয়াকন গ্রামটি পর্যটকের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। কিছু কিছু ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান ‘ঠাণ্ডার শেষ সীমানা’ নামক গ্রামটি সফরের জন্য নতুন ভ্রমণ পরিকল্পনা তৈরি করেছে। |