শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১
কবি ফরীদউদ্দীন আত্তার
Published : Wednesday, 4 January, 2017 at 6:00 AM, Count : 183

ফরীদউদ্দীন আত্তার একজন মুসলিম কবি, সুফি-সাধক ব্যক্তি ছিলেন তিনি সুফিবাদের ওপর ফার্সি কবিতা লিখে সমকালীন বিশ্বে প্রভাব বিস্তার করেছিলেন প্রথম জীবনে তিনি ছিলেন আতর ব্যবসায়ী আতর থেকেই আত্তার উপাধি তিনি ৭৪০ হিজরিতে ১১৪৫ মতান্তরে ১১৪৬ খ্রিস্টাব্দে ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করেন যুবক বয়সেই সুফিসাধক ফরীদউদ্দীন আত্তার হজ পালন করেন পাশাপাশি ভারতীয় উপমহাদেশসহ মিসর ভ্রমণ করেন তার সফর ছিল জ্ঞান অন্বেষণের জন্য

তার বাবা ছিলেন একজন ওষুধ বিক্রেতা বাবার মৃত্যুর পর তিনি ওষুধ বিক্রিকেই পেশা হিসেবে বেছে নেন পেশাগত কারণেই তিনি চিকিত্সা শাস্ত্রে ব্যাপক জ্ঞান অর্জন করেন কথিত আছে যে প্রতিদিন তার কাছে অন্তত ৫০০ জন রোগী আসতেন রোগীদের তিনি তার নিজের তৈরি ওষুধ দিতেন ফরিদ উদ্দিন আত্তার অন্তত ৩০টি বই লিখে গেছেন তার একটি বিখ্যাত বই হচ্ছে মানতিকে তাইয়ার বা পাখির সমাবেশ আত্তারের কবিতা রুমিসহ বহু আধ্যাত্মিক কবির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তিনি কিছু আধ্যাত্মিক ব্যক্তিত্বকে নিয়ে দীর্ঘ দিন বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন তিনি গবেষণার মাধ্যমে যে জ্ঞান অর্জন করেন, তা কবিতার আকারে লিখে গেছেন

বগলে ইট, মুখে শেখ ফরিদ প্রবাদটি বোঝাতে, যেসব লোকের মুখে এক আর মনোবাঞ্ছা আরেক, তাদেরই বোঝানো হয় মুখে শেখ ফরিদ বলতে যদি কোনো উত্তম বাণী বা উত্তম মানুষের নাম বোঝানো হয়, তবে সেই পূণ্যবান ব্যক্তিটি শেখ ফরিদ!

ফরিদউদ্দিন আত্তার সম্পর্কে কিছু কাহিনী রয়েছে এর মাধ্যে একটি হলো: একদিন এক ভিক্ষুক তার দোকানে এসে ভিক্ষা চাইলেন আত্তার তাকে বিন্দুমাত্র পাত্তা দিলেন না তখন ভিখারি তাকে বলছেন, আশ্চর্য লোক আপনি! আমার দিকে একবার ফিরেও তাকালেন না খোদা জানেন, কীভাবে আপনার মৃত্যু হয় আত্তার ভিখারিকে জবাব দিলেন, তোমার যেভাবে মৃত্যু হয়, আমারও সেভাবে মৃত্যু হবে আপনি কি আমার মতো মরতে পারবেন? এই কথাটা বলেই ভিখারি ভিক্ষার পেয়ালাটা একপাশে রেখে শুয়ে পড়লেন মাটিতে তারপর আল্লাহ উচ্চারণ করে ভিখারি মারা গেলেন এই অভাবিত দৃশ্য আত্তারের মনে গভীর দাগ টেনে গেল তিনি আতরের ব্যবসা গুটিয়ে খোদার ধ্যান শুরু করলেন এই সাধনায় তিনি বুত্পত্তি পেয়েছিলেন এতে সন্দেহ নেই

আত্তারের লেখার কাহিনীর মধ্যে মূল চরিত্র কয়েকটি পাখি হুদহুদ পাখি, তোতাপাখি, মোরগ, বুলবুল, চকোর, সি-মোরগ-এদের কাহিনীর মধ্যে দিয়েই আত্তার তার বক্তব্য প্রকাশ করেছেন বইয়ের মূল গল্পটি সংক্ষেপে রকম: পাখিদের সম্মেলন হচ্ছে পাখিদের জন্য একজন বাদশাহ থাকা লাগে কে হবে পাখিশ্রেষ্ঠ? হুদহুদ পাখি বাদশাহ হিসেবে সি-মোরগের নাম প্রস্তাব করল কিন্তু সবার এই প্রস্তাব পছন্দ হলো না নানাজনের



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft