শিরোনাম: |
নতুন বছরে তাদের কিছু ইচ্ছে
|
শেখ রাজিয়া সুলতানা : তারকাদের প্রতি তার ভক্ত-দর্শক-সমালোচকদের প্রত্যাশার কোনো কমতি থাকে না। তেমনি তারকারাও নিজেদের ইচ্ছের বাইরে নন। যদিও খ্যাতির বিড়ম্বনার সূত্র ধরে অনেক সময় ইচ্ছের বিপরীতেও তারকাদের নাচতে কিংবা গাইতে হয়। অবশ্য প্রতি বছরই তাঁরা নিজেদের বিশেষ কিছু ‘ইচ্ছে’ বাঁচিয়ে রাখেন আগামীর জন্য। নতুন বছরে কিছু ইচ্ছে শেয়ার করেছেন তারকা শিল্পীরা- হাবিব ইচ্ছে! সেটা তো আর বলে শেষ করা যাবে না। তবে আশা করছি এই বছর আমাদের মিউজিক প্ল্যাটফর্মগুলো আরও স্থিতিশীল হয়ে উঠবে। আমাদের চলচ্চিত্রগুলো ‘শরাফত করিম আয়না’র মতো জাগিয়ে তুলবে সবাইকে। আর ব্যক্তিগত ইচ্ছে, এই বছর মনের মতো কিছু কাজ করার। গত বছর অনেকগুলো কাজ করেছি ঠিকই, কিন্তু মনের ক্ষুধাটা মেটেনি। এবার সেই ক্ষুধা মেটানোর ইচ্ছা রাখি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আরিফিন শুভ আমি পরিবার ও কাজ নিয়ে থাকতে চাই। আরও বেশি পরিশ্রম করতে চাই। চলতি বছর আমার বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। চাই দর্শকরা সেগুলো দেখুক। প্রেক্ষাগৃহে মানুষ বেশি বেশি আসুক। বিদ্য সিনহা মিম গত বছরের মিমকে ছাড়িয়ে যেতে চাই এবার। সেটা কাজের মাধ্যমে। চলতি বছর আমার দুটি ছবি মুক্তি পাচ্ছে। এ বছরটা শুধু কাজকেই দিতে চাই। শবনম ফারিয়া আরও পরিশ্রম করতে চাই। ভালো ভালো কাজে নিজেকে যুক্ত রাখার খুব ইচ্ছে। আর অবশ্যই ভালো পাণ্ডুলিপির খোঁজে আছি। যদি মিলে যায় তবে চলতি বছর আমাকে বড় পর্দায় দেখা যাবে। ইমরান ইচ্ছে তো আকাশটা ছুঁয়ে দেখার। যদিও সেটা বাস্তবে সম্ভব নয়। তবে গত বছর আমার কাজের মাধ্যমে সেই ইচ্ছের পথে অনেক দূর এগোতে পেরেছি বলে মনে করি। সাবিলা নূর গত বছর অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে চলতি বছরও বড় পর্দায় নিজেকে দেখানোর ইচ্ছে নাই। কারণ আমার কাছে মনে হয়, আমি এখনও অনেক ছোট বা সে কাজের জন্য উপযুক্ত নই। চলতি বছর তার প্রস্তুতি চলবে। এছাড়া চেষ্টা করব নিজেকে খুশি রাখার। আরও একটি বিষয়, মনে হয় আমি মানসিকতায় বেশ নেতিবাচক। |