শিরোনাম: |
বঙ্গভবনের দিকেই এখন সবার দৃষ্টি
|
এম. উমর ফারুক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে দেশে বিরাজমান সঙ্কট নিরসনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আনুষ্ঠানিকভাবে আজ রোববার থেকে শুরু হচ্ছে। ইসি নিয়ে রাষ্ট্রপতিকে দেয়া বিএনপির প্রস্তাবের ভিত্তিতে অনুষ্ঠেয় এ সংলাপ শুরু হচ্ছে বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়েই। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিকে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, রাষ্ট্রপতি আলোচনার জন্য ডাকলে তারা দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোচনা করতে যাবেন। বিএনপির মতো কোনো প্রস্তাব তারা রাষ্ট্রপতিকে দেবেন কি-না জানতে চাওয়া হলে তারা বলেন, তারা যে প্রস্তাব দেবেন তাতে নতুন চমক থাকবে। তবে আরেক নেতা জানান, প্রস্তাব হবে সংবিধানে যেটা আছে সেটাই। দলের সভাপতি আগেই বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যেভাবে ইসি গঠন করবেন সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। সম্প্রতি নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে যে নতুন আলোচনা শুরু হয়েছে, তা অনেকটাই প্রশমিত হয়েছে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগের ফলে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতির এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কেননা, যেহেতু সংবিধানে এ বিষয়ে সুষ্পষ্ট করে কোনো কিছুই বলা হয়নি এবং বিগত দিনগুলোতে সরকারের ইচ্ছাতে সার্চ কমিটি গঠনের মাধ্যমেই ইসি গঠিত হয়েছে, তাই এবারের উদ্যোগ অনেকটাই ইতিবাচক। বিগত বিএনপি ও জাতীয় পার্টির সরকারের আমলেও এভাবে রাষ্ট্রপতি সংলাপ আহ্বান করে ইসি গঠনের কোনো নজির নেই। তাই রাষ্ট্রপতির এই উদ্যোগের ফলে দেশের সচেতন রাজনৈতিক মহলের সজাগ দৃষ্টি এখন বঙ্গভবনের দিকেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনে অনুষ্ঠেয় এ সংলাপে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। এছাড়া রাষ্ট্রপতি ২০ ডিসেম্বর বেলা ৩টায় জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর যথাক্রমে বেলা ৩টা ও বিকেল সাড়ে ৪টায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গেও বৈঠক করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের নিবন্ধিত অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করবেন। এদিকে, বঙ্গভবনের চাহিদা অনুযায়ী ১০ সদস্যের তালিকা পাঠিয়েছিল বিএনপি। গতকাল স্থায়ী কমিটির আরও তিন নেতাকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্তি করতে অনুরোধ জানিয়ে বঙ্গভবনে চিঠি দিয়েছে দলটি। সংলাপে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন এবং কমিটিতে একজন নারী সদস্য রাখার প্রস্তাব থাকছে বলে জানা গেছে। সংলাপের বিষয়টি খুবই আশাব্যঞ্জক উল্লেখ করে অভিজ্ঞ মহল মনে করেন, এ সংলাপের মাধ্যমে দীর্ঘদিন পর রাজনৈতিক দলগুলোর একটি প্লাটফর্মে গিয়ে কথা বলার সুযোগ হয়েছে। এই চর্চা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে দেশের ক্রান্তিলগ্নে রাজন� |