শিরোনাম: |
আকরাম-নান্নুদের কাছে হারল পাইলট-বুলবুলরা
|
ক্রীড়া প্রতিবেদক : বিজয় দিবসে ক্রিকেট ম্যাচ আয়োজনের রীতিটা বেশ পুরনোই। স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারানো ক্রীড়া সংগঠক শহীদ মুশতাক ও ক্রিকেটার শহীদ জুয়েলের স্মরণে ১৯৭২ সাল থেকে বিজয় দিবসে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতি বছরই এই ম্যাচে অংশ নেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিজয় দিবসে প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল বিসিবি। এই ম্যাচকে ঘিরে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের মেলা বসেছিল। শহীদ মুসতাক একাদশ ও শহীদ জুয়েল একাদশের হয়ে আবারও মাঠে নেমেছিলেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট,খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, শাহরিয়ার হোসেন বিদ্যুত্সহ আরও অনেক তারকা সাবেক ক্রিকেটার। ২০ ওভারের এই ম্যাচে মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খানদের দল শহীদ মুশতাক একাদশের কাছে ছয় উইকেটে হেরে গেছে ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলদের দল শহীদ জুয়েল একাদশ। বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৪৫ রান করে জুয়েল একাদশ। জবাবে ওপেনার দুর্জয়ের ৩৮ ও ম্যাচসেরা নান্নুর হার না মানা ৪৮ রানের সুবাদে ছয় উইকেটের জয় তুলে নেয় শহীদ মুশতাক একাদশ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুশতাক একাদশের হয়ে দারুণ শুরু করেন সাবেক বাংলাদেশ অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও হারুনুর রশীদ লিটন। উদ্বোধনী জুটিতেই ৫৯ রান যোগ করেন তারা। লিটন ১৪ রান করে ফিরলেও দুর্জয় খেলেন ৩৮ রানের ইনিংস। এরপর দারুণ সব শটে একাই ম্যাচ বের করে নিয়ে যান মিনহাজুল আবেদীদ নান্নু। ৩৪ বলে পাঁচ চার ও দুই ছয়ে হার না মানা ৪৮ রানের ইনিংস খেলে মুশতাক একাদশকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডানহাতি এই সাবেক ব্যাটসম্যান। এরআগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি জুয়েল একাদশের দুই ওপেনার জাহাঙ্গীর আলম ও জাভেদ ওমর বেলিম। দলীয় ৭ রানেই বিদায় নেন জাহাঙ্গীর আলম। এক রান পর ফেরেন |