শিরোনাম: |
‘রাগী’র অ্যাকশন শুরু
|
শেখ রাজিয়া সূলতানা : মিজানুর রহমান মিজানের পরিচালনায় এবং বাংলাদেশে এই প্রথম নারী প্রযোজক জাকিয়া খাতুন জয়ার রাগী ছবি গত নভেম্বর মাসে একটি বিশেষ ফাইট আর শুভ মহরতের মধ্য দিয়ে শুটিং শুরু হয়। ‘রাগী’ ছবিটি সম্পূর্ণ অ্যাকশনধর্মী চলচ্চিত্র। এই ছবিটি অনেক আয়োজনের মধ্য দিয়ে আবারও গত ১৬ তারিখ থেকে শুটিং শুরু হয়েছে। পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, আমার গুরু স্বনামধন্য চিত্র পরিচালক মালেক আফসারি ওনার সঙ্গে ওনার সহকারী হিসেবে দীর্ঘ দিন কাজ করেছি এবং অনেক ভালো কিছু শিখেছি। উনি শিখিয়েছেন কীভাবে ভালো কাজ করতে হয়। তাই আমি আমার কাজে কোনো প্রকার ভুল করতে রাজি না। ভালো একটি চলচ্চিত্র নির্মাণ করে উনার সম্মানটা আমি ধরে রাখতে চাই। আর এই লটে যেই যেই অভিনয় শিল্পী নিয়ে কাজ করছি এর বাইরেও অনেক ভালো চমক আছে। আমি আমার জন্য নয় দর্শকদের জন্য ছবিটি বানাচ্ছি। আশা করি, এটি একটি ভালো ছবি হবে। আমি সবার কাছে রাগীর জন্য দোয়া কামনা করছি। পরিচালক সূত্রে জানা যায়, ১ম পর্বের পর এ পর্বে শুটি এ থাকছে- নায়ক আবির খান, সনি রহমান, মুনমুন, শতাব্দী ওয়াদুদ, শাকিল, মারুফ, জিয়া তালুকদার, ববিসহ আরও অনেকে। এ ছবি প্রসঙ্গে প্রযোজকের সঙ্গে আলাপকালে দৈনিক বর্তমানকে বলেন, আমি একজন ইন্ডাস্ট্রিয়াল ‘রাগী’ আমার প্রথম ছবি। আমি খুবই আশাবাদী যে, ইন্ডাস্ট্রিতে এ ছবির মাধ্যমে নতুন কিছুু আনার চেষ্টা করছি। পাশাপাশি আমি আরও আশা করছি ছবিটা সবাই দেখবেন। আমরা সবাই খুব কষ্ট করছি ছবিটা যেন ভালোভাবে রিলিজ দিয়ে দর্শকদের ভালো কিছু দেখাতে পারি এবং পরবর্তীতে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে আসতে পারি। এ ছবি প্রসঙ্গে আবির খান বলেন, আমার এ পর্যন্ত তিনটা ছবি রিলিজ হয়েছে, ‘বাপ বড় না শ্বশুর বড়’, ‘তুমি আসবে বলে’ এবং ‘কাঁটা’। ‘রাগী’ আমার চার নম্বর ছবি। এটা একটা বড় বাজেটের ছবি। ছবির গল্পে দেখা যাবে- শতাব্দী ওয়াদুদ, শাকিল, মারুফ এরা তিনজন থাকে আমার ভাই। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা ভাইরা মিলে বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। উল্লেখ্য, ছবিটা মূলত অ্যাকশন প্লাটফর্ম হলেও সামাজিক কিছু দায়বদ্ধতা তুলে আনার চেষ্টা করেছেন ডিরেক্টর। আগামী ঈদকে সামনে রেখে বর্তমানে ছবিটির |