শিরোনাম: |
আলোচনায় জয়া
|
শেখ রাজিয়া সূলতানা : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন শুধু বাংলাদেশেরই অভিনেত্রী নন। কলকাতার ছবিতে একের পর এক অভিনয় করে রীতিমতো দুই ভূবনের বাসিন্দা বনে গেছেন। শুধু তাই নয়, দুই বাংলায় এখন সমান জনপ্রিয় তিনি। এখন জয়া অভিনয় করছেন কলকাতার আরেক নতুন ছবি ‘বিসর্জন’-এ। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন আবির। এতে পরিচালক কৌশিক নিজেও অভিনয় করছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির লোগো পোস্টার। এ প্রসঙ্গে নির্মাতা কৌশিক সংবাদমাধ্যমের সাক্ষাত্কারে বলেন, ছবির গল্পের মধ্যে একটা পুরনো দিনের অনুভূতি আছে। এটি গ্রামের গল্প। এক বিধবা বাংলাদেশি মেয়ের সঙ্গে এক ভারতীয় পুরুষের প্রেম নিয়ে ছবির কাহিনী এগিয়েছে। সীমান্ত টেনে যে প্রেমকে ভাগ করা যায় না তা দেখানো হয়েছে। এদিকে, ‘বিসর্জন’ ছবির ডাবিংয়ে জয়ার অভিনয় দেখে অনেকেই চমকে গেছেন। সেই সঙ্গে নতুন করে আবারও আলোচনায় এসেছেন তিনি। কেউ কেউ তো বলছেন, পরের জাতীয় পুরস্কার তার জন্য। কিন্তু এই পুরস্কার তিনি পাবেন না দুটো কারণে। এক. জয়া ভারতীয় নাগরিক নন। দুই. ছবিটা যদি দু’দেশের মধ্যে জয়েন্ট ভেঞ্চার হয়, তবেই সেই ছবির নায়ক-নায়িকা অন্য দেশের হলেও জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ‘বিসর্জন’ যেহেতু জয়েন্ট ভেঞ্চার নয়, তাই জয়া ভারতের জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। জয়া আহসান বলেন, কৌশিকদার পরিচালনায় কাজ করার ইচ্ছা আমার বহু দিনের। এবার তার পরিচালনায় অভিনয় করছি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত। বর্তমানে বাংলাদেশি নির্মাতা নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামের ছবিতে অভিনয় করছেন জয়া। কিছু দিন আগে দেশে এসে এ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। জানা গেছে, জয়া এবার থার্টিফার্স্ট নাইট কাটাবেন সিডনিতে। এ জন্য ৩১ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন জয়া। এখন পর্যন্ত দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ (২০১১) এবং রেদওয়ান রনি পরিচালিত |