রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
উত্তরায়নের চলার পথে
Published : Thursday, 8 December, 2016 at 6:00 AM, Count : 312

শেখ রাজিয়া সূলতানা : রবীন্দ্রসঙ্গীত চর্চার সংগঠন উত্তরায়নের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা ৬টায় গীতি আলেখ্যচলার পথে আয়োজন করেছে উত্তরায়ন। সংগঠনটির পরিচালক রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পী লিলি ইসলাম। এই আয়োজন নিয়ে তিনি বললেন। উত্তরায়নের এবারের অনুষ্ঠানের ভাবনাচলার পথে। কেন?

রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রচুর ভ্রমণ করেছেন। পথে যেতে যেতে তিনি অনেক গান রচনা করেছেন। এই যেমন ট্রেনে, জাহাজে, নৌকায়, পালকিতে কিংবা গরুর গাড়িতে। আজকের অনুষ্ঠানে আমরা এমনি কিছু গান করব। এই গানগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্যভাবে তুলে ধরার প্রয়াস আমাদের।

রবীন্দ্রনাথ ঠাকুরের সব গানের পেছনেই আলাদা গল্প আছে।

ঠিক বলেছেন। একবার তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। জাহাজে। আটলান্টিকে সেই কী ঝড়! সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। তিনি তখন লিখেছিলেনভুবন জোড়া আসনখানি গানটি। এই যে তার অটল থাকা, অবিচল থাকা, যখন পড়েছি তখন এ ব্যাপারটি আমার কাছে দারুণ লেগেছে।

রবীন্দ্রনাথ ঠাকুর যেসব দেশে ভ্রমণ করেছেন, সেসব দেশে কিন্তু এখনও তার স্মৃতিচিহ্ন পাওয়া যায়।

তিনি হাঙ্গেরি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের যে কক্ষে রেখে তার চিকিত্সা দেয়া হয়েছিল, সেই কক্ষটি হাসপাতাল কর্তৃপক্ষ এখনও সংরক্ষণ করে রেখেছেন। দর্শনার্থীদের জন্য। কবির প্রতি এভাবে অনেকেই শ্রদ্ধা প্রদর্শন করেছেন।

আজকের অনুষ্ঠানে কী কী থাকছে?

গান থাকছে ১৭টি। গানগুলোতে কণ্ঠ দেবেন উত্তরায়নের শিল্পীরা। থাকছি আমি আর হিমাদ্রী শেখর। রবীন্দ্ররচনা থেকে পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে থাকছেন কলকাতার বিশিষ্ট বাদ্যযন্ত্রশিল্পী বিপ্লব মণ্ডল (তবলা), সুব্রত মুখোপাধ্যায় (কি বোর্ড), সন্দিপন গাঙ্গুলী (বেহালা) আর সৌম্যজ্যোতি ঘোষ (বাঁশি) থাকছেন ঢাকার শিল্পী নাজিমউদ্দিন রাজু (অক্টোপ্যাড) অনুষ্ঠানটির পরিকল্পনা, গবেষণা আর পরিচালনা আমিই করছি। সেট আর লাইটের ডিজাইন করছেন নসিরুল হক খোকন। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করছেন সুব্রত মুখোপাধ্যায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft