শিরোনাম: |
সংসদ ভবনের মূল নকশা ঢাকায়
জিয়ার কবর সরছে যে কোনো সময়
|
বর্তমান প্রতিবেদক : লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশাটি এসেছে বাংলাদেশে। এখন সময়ের অপেক্ষা জিয়াউর রহমানের কবরসহ ওই এলাকার অন্য সব স্থাপনা সরানোর ঘোষণা সরকারের। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভ থেকে পাঠানো নকশাগুলো গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন সংসদ সবিচালয়ের অতিরিক্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়া। তিনি বলেন, নকশাগুলো সন্ধ্যায় পেয়েছি। এখন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বুঝিয়ে দেয়া হবে। যুক্তরাষ্ট্র থেকে ৪১টি বাক্সে করে নকশা এসেছে বলেও জানান তিনি। সংসদ ভবন এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার কবরসহ নকশা ভেঙে করা সব স্থাপনা সরিয়ে নেয়ার ঘোষণা রয়েছে সরকারের। যুক্তরাষ্ট্র থেকে লুই আই কানের নকশা আসার পর সংসদ ভবনের আশপাশ থেকে সব সরানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। মূল নকশা ভেঙে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এছাড়া সংসদ ভবন এলাকার পশ্চিম-দক্ষিণ সীমানায় কবরস্থান গড়ে তোলা হয়, যেখানে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী খান এ সবুর ও শাহ আজিজুর রহমানের কবরও রয়েছে। ওই কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, আবুল মনসুর আহমদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তমিজউদ্দীন খানের কবরও রয়েছে। |