রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
ঝলমলিয়ার প্রদর্শনী জাতীয় জাদুঘরে
Published : Monday, 28 November, 2016 at 6:00 AM, Count : 296

বিনোদন প্রতিবেদক : প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল পরিচালিত চলচ্চিত্র ঝলমলিয়া আগামী ৩ থেকে ১০ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ঢাকার উত্সবে এই প্রদর্শনী হবে ঝলমলিয়ার বাংলাদেশ প্রিমিয়ার আগামী ৪ ডিসেম্বর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৫টায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্রটি এর আগে ঝলমলিয়া আমেরিকার নিউইয়র্কের রাজধানী আলবেনিতে ক্যাপিটাল সিনেমা ফিল্ম ল্যাব ফাইনালিস্ট হয়ে উত্সবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় আমেরিকার পর চেক রিপাবলিকের বার্ণো শহরে ইউরোপের সবচেয়ে পুরনো পরিবেশবিষয়ক চলচ্চিত্রের আসর ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ইকোফিল্ম ২০১৬ এর প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ও উত্সবের সর্বোচ্চ পুরস্কার গ্রান্ডপ্রি ও শ্রেষ্ঠ এনভায়রো চলচ্চিত্রের জন্য দুটি সম্মানজনক মনোনয়ন লাভ করে

এছাড়া সদ্য সমাপ্ত কলকাতা চলচ্চিত্র উত্সবে ঝলমলিয়া বাংলাদেশের একমাত্র প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়ে প্রদর্শিত ও প্রশংসিত হয় ৪ ডিসেম্বর ঢাকায় প্রিমিয়ার শো এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে প্রামাণ্য চলচ্চিত্রটি এরপর আগামী ৮ ডিসেম্বর ঝলমলিয়া দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ক্রস দ্য বর্ডার বিভাগে প্রদর্শিত হবে প্রামাণ্য চলচ্চিত্র ঝলমলিয়া (দ্য সেকরেড ওয়াটার) বাংলাদেশের জল, কাদা, জীবনের একটি ঘনিষ্ঠ পর্যবেক্ষণের চলচ্চিত্র ঘূর্ণিঝড় আইলা পরবর্তী ছয় বছর ধরে এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয়েছে মংলা বন্দরের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে এক ঘূর্ণিঝড় হতে পরবর্তী ঘূর্ণিঝড় সতর্কতা পর্যন্ত চলচ্চিত্রের অবিরত চিত্রধারণ চলেছে মীরা মিডিয়ার ব্যানারে ৬০ মিনিটের ঝলমলিয়া (দ্য সেকরেড ওয়াটার) প্রযোজনা করেছেন আমিনুর রহমান, মুনীর হোসেন, কাজী মীরা ও শফিউল ওয়াদুদ এর চিত্রগ্রহণ করেছেন ফাহমিদা সুমী ও সাইফুল ওয়াদুদ হেলাল গবেষণা, সম্পাদনা ও নির্মাণ করেছেন সাইফুল ওয়াদুদ হেলাল



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft