সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব ট্যানারি স্থানান্তর
Published : Sunday, 27 November, 2016 at 6:00 AM, Count : 402

বর্তমান প্রতিবেদক : আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সব ট্যানারি স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হবে এ সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর করে সাভার চামড়া শিল্পনগরীতে পুরোদমে উত্পাদন কাজ শুরু হবে

গতকাল রোববার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাস্তবায়নাধীন চামড়া শিল্পনগরী-ঢাকা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এক সভায় ট্যানারি শিল্প মালিক সমিতির নেতারা এ কথা জানান সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বলে এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এছাড়া উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিসিক চেয়ারম্যান, চামড়া শিল্পনগরী প্রকল্পের পরিচালক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বুয়েট ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা সভায় জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) দুটি মডিউল চালু আছে ইতোমধ্যে ২৪টি ট্যানারি কারখানা চামড়া উত্পাদন কাজ শুরু করেছে পাশাপাশি ৫০টি ট্যানারি কারখানা ট্যানিং ড্রাম স্থাপন করেছে শিগগিরই অন্যান্য ট্যানারিও উত্পাদনে যাবে বলে বৈঠকে ট্যানারি শিল্প মালিক সমিতির নেতারা উল্লেখ করেন

বৈঠকে জানানো হয়, ইতোমধ্যে ১২৯টি ট্যানারি মালিক কারখানায় স্থায়ী বিদ্যুত্ সংযোগের জন্য পল্লিবিদ্যুত্ সমিতি বরাবর আবেদন করেছেন তাদের প্রত্যেকের অনুকূলে পল্লিবিদ্যুত্ সমিতি ডিমান্ড নোট ইস্যু করেছে এর মধ্যে ৬০টি ট্যানারি শিল্পপ্রতিষ্ঠান ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছে কারখানা চালুর জন্য ২৫টি ট্যানারি স্থায়ী বিদ্যুত্ সংযোগ নিয়েছে বলে জানানো হয়

বৈঠকে সিনিয়র শিল্প সচিব নির্ধারিত সময়ের মধ্যে সাভার চামড়া শিল্পনগরীতে উত্পাদন শুরু করতে ট্যানারি মালিকদের নির্দেশনা দেন তিনি বলেন, রাজধানীর পরিবেশ সুরক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব চামড়াজাত পণ্য উত্পাদনের লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করেছে জনস্বার্থে সরকার ট্যানারি স্থানান্তর ও পরিবেশবান্ধব পণ্য উত্পাদনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না

তিনি ব্যবসার পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে দ্রুত হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তর সম্পন্ন করে সাভার চামড়া শিল্পনগরীতে উত্পাদন কাজ শুরু করতে সব ট্যানারি মালিকের প্রতি আহ্বান জানান

জানা গেছে, সরকার রাজধানীর হাজারিবাগ থেকে সাভারের পরিবেশবান্ধব স্থানে ট্যানারি স্থানান্তরের লক্ষ্যে মোট ১ হাজার ৭৮ কোটি ৭১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে চামড়া শিল্পনগরী, ঢাকা প্রকল্প বাস্তবায়ন করেছে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জুন মেয়াদে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে প্রকল্পের আওতায় বিসিক ইতোমধ্যে ২০০ একর জমি অধিগ্রহণ করে চামড়া শিল্প সংশ্লিষ্ট দুটি উদ্যোক্তা সমিতির বিটিএ এবং বিএফএলএলএফইএ এর সদস্যভুক্ত ১৫৫টি ট্যানারি শিল্পপ্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেয়া হয়েছে



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft