রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১
তারেক রহমান দেশে গেলে আওয়ামী ফ্যাসিবাদ নিশ্চিহ্ন হয়ে যাবে: আহমদ আলী মুকিব
Published : Thursday, 17 November, 2016 at 6:00 AM, Count : 299

এম.উমর ফারুক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি  জনাব আহমদ আলী মুকিব বলেছেন, তারেক রহমান  যে দিন বাংলার মাটিতে পা দিবেন সেই দিন আওয়ামিলীগ ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে সৌদিআরব জেদ্দা মহানগর বিএনপি’র উদ্দোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

আহমদ আলী মুকিব বলেন,দেশে ফিরতে না দেয়ার জন্যই ক্ষমতাসীনরা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ ধরণের মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যে প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা প্রমাণ করছে সরকারের নির্দেশেই আদালত পরিচালিত হচ্ছে।

সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেতে তারেক রহমানের অপেক্ষায়। পরিছন্ন রাজনীতির এই রোল মডেলকে বিতর্কিত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে গুলি ছুঁড়ছে। জনগণ আওয়ামী ফ্যাসিবাদের এই অপকৌশল প্রতিহত করবে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঠেকাতেই সরকার এসব মিথ্যা মামলা করছে বলে অভিযোগ করেন ।

মুকিব বলেন,তারেক রহমান যেদিন ঢাকার মাটিতে পা রাখবেন, সেদিন লাখ লাখ মানুষের ঢল নামবে এবং বাংলাদেশ থেকে সেদিন আওয়ামী ফ্যাসিবাদ নিশ্চিহ্ন হয়ে যাবে। সৌদিআরব জেদ্দা মহানগর বিএনপি’র আহবায়ক আজাদ চয়নের সভাপতিত্ব ও সদস্য সচিব মনিরুজ্জামান তপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবদুল জলিল। সভায় বক্তব্য রাখেন কেফায়েত উল্লাহ কিসমত জেদ্দা মহানগর বিত্রনপি যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft