বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১
সাকিবের সঙ্গে মাঠের সম্পর্ক ঠিক আছে: তামিম
Published : Sunday, 26 February, 2023 at 6:00 AM, Count : 340

বর্তমান ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা, বর্তমান সময়ের সবচেয়ে বর ভরসার নাম, দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান আর তামিম ইকবালের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিগত অনেকদিন ধরেই প্রচুর জল্পনা-কল্পনা। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন দুজনের ড্রেসিংরুমের সম্পর্ক নিয়ে মন্তব্য করে। এবার নিজেদের মধ্যে সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে এক সংবাদ সম্মেলন তামিম ইকবাল মুখ খুললেন সাকিবের সঙ্গে সেই সম্পর্ক নিয়ে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সবকিছুই স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেকদিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

তামিম আরও বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, বাংলাদেশের জার্সি গায়ে আমরা যখন মাঠে নামি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। আমরা একসঙ্গে ব্যাটিং করি, পার্টনারশিপ করি। তখন আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকে না। আমি ওয়ানডে অধিনায়ক। ম্যাচে তার যখন প্রয়োজন তখন তাকে দিয়ে বোলিং করাই। ফিল্ডিং সাজাই। সে উইকেট পেলে তাকে কংগ্রাচুলেট করি, হাইফাই করি। সেও তাই করে। কাজেই আপনাদের বলতে পারি, মাঠের মধ্যে আমাদের দু’জনের সম্পর্কে কোনো সমস্যা নেই।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ দলের দুই অধিনায়কের বিরোধ নিয়ে বিসিবি বস পাপনের বক্তব্য যেন ছিলো ঠিক আগুনে ঘি ঢালার মতো। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না। একে অপরের সঙ্গে কথা বলাও নাকি বন্ধ, যা বিভাজন তৈরি করেছে জাতীয় দলে। দুইজনের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করে ব্যর্থও হয়েছেন তিনি। ড্রেসিংরুমের পরিবেশ এখন স্বাস্থ্যকর নয়। আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই ড্রেসিংরুমে পরিবর্তন চান বলেও জানান তিনি।


নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং এবং এটাই বাস্তবতা। আমার আর অন্য কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং নিয়ে ভীত এবং সম্প্রতি এই ব্যাপারে জানতে পেরেছি। বিশ্বকাপের সময় তাদের হোটেলে না থাকা সত্ত্বেও যা দেখেছি, শুনেছি… তা আমি বিশ্বাস করতে পারি না, এটা কীভাবে সম্ভব হয়। বাংলাদেশ ক্রিকেটের সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এই জিনিসের অবসান ঘটাতে হবে, কারণ একটা জিনিস সবারই বোঝা দরকার তা হলো এখানে গ্রুপিং করার সুযোগ নেই।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft