'সেঞ্চুরি'র দ্বারপ্রান্তে মাশরাফি
Published : Thursday, 16 February, 2023 at 3:45 PM, Count : 2137

বর্তমান ডেস্ক: বিপিএল ক্যারিয়ারের পঞ্চম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে টুর্নামেন্টের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার অধিনায়ক হিসেবে সিলেটকে প্রথমবারের মতো ফাইনালে তুলেছেন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় ফাইনাল খেলতে নামার আগে আরও একটি দারুণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে ম্যাশ। সিলেট স্ট্রাইকার্সের হয়ে টস করতে নামলেই তিনি টুর্নামেন্টের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ১শ ম্যাচ খেলার মাইফলক স্পর্শ করবেন।

এখন পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে  ৯৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয় তার। হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪.৬৪ শতাংশ। ২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই মাশরাফি অধিনায়ক হিসেবে খেলছেন। এখন পর্যন্ত বিপিএলের ফাইনালে উঠে কখনো হারেননি ম্যাশ। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন। কাল তার সামনে পঞ্চম শিরোপা জয়ের সুযোগ।

বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে জিতেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপা উঁচিয়ে ধরেন। খেলোয়াড় হিসেবেও চলমান আসরে ১শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে এ পর্যন্ত পর্যন্ত বিপিএলে ১০৪ ম্যাচে বল হাতে  ৯৭ উইকেট ও  ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft