দেখে নিন জাপান ও জার্মানির একাদশ
Published : Wednesday, 23 November, 2022 at 6:54 PM, Count : 665

বর্তমান ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ-ই'র নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামছে জার্মানি। রাশিয়া বিশ্বকাপের হতাশা কাঁটিয়ে কাতারের মাটিতে নতুন উদ্যমে শুরু করতে চাই জার্মানরা। এমনকি এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার কাছে হেরেই গ্রুপ পর্ব  থেকেই বাদ পড়তে হয়েছিলো তাদের। এবার প্রথম ম্যাচেই প্রতিপক্ষ এশিয়ার আরেক জায়ান্ট জাপান।

গ্রুপ-ই'তে নিজেদের প্রথম ম্যাচে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। ৪ বছর আগের হতাশা কাটিয়ে এবার নিজেদের প্রমাণে মুখিয়ে আছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে গত বিশ্বকাপে সেনেগাল-পোল্যান্ডের মত দলকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলো জাপান। এবারও কি তারাভ পারবে তেমন  কোনো চমক দেখাতে।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নাক্মবে ৪-২-৩-১ ফরমেশনে।

জার্মানি একাদশ: ম্যানুয়েল ন্যুয়ার (গোলরক্ষক ও অধিনায়ক), নিকো স্কোলোটারবাক, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, নিকলাস সুলে, থমাস মুলার, ইলকায় গুন্ডোগান, জশুয়া কিমিচ, কাই হাভার্টজ, জামাল মুসিয়ালা, সার্জি জিনাব্রি।

জাপান একাদশ: সুইচি গন্ধা (গোলরক্ষক)), মায়া ইয়োশিদা (অধিনায়ক), কউ ইতাকুরা, ইয়োতো নাগামোতো, হিরোকি সাকাই, দাইচি কামাদা, ওয়াতারু এন্ডো, আও তানাকা, দাইজেন মায়েদা, তাকেফুসা কুবো, জুনিয়া ইতো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft