শিরোনাম: |
নতুন সিনেমায় পিয়া জান্নাতুল
|
![]() নিজের নতুন সিনেমা ‘রং-বাজার’ প্রসঙ্গে কথাগুলো বলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। বেশ কয়েকদিন ধরে দৌলতদিয়ায় সিনেমাটির শুটিং করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রাশিদ পলাশ। বরাবরই বেছে বেছে সিনেমায় যুক্ত হন এই অভিনেত্রী। প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হতে দেখা যায় তাকে। পাশাপাশি গল্পের প্রেক্ষাপটেও থাকে ভিন্নতা। এবারও সেই ধারাবাহিকতা রেখেছেন তিনি। জানা গেছে, সিনেমাটির গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে নিষিদ্ধপল্লি নিয়ে। দৌলতদিয়া যৌনপল্লিতে আরও কিছুদিন চলবে শুটিং চলবে বলে জানিয়েছেন জান্নাতুল। সিনেমাটিতে পিয়া জান্নাতুল ছাড়া আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা, লুত্ফুর রহমান জর্জসহ অনেকে। |