মেসির আর্জেন্টিনা শিবিরে কার জার্সি নাম্বার কত?
Published : Tuesday, 22 November, 2022 at 3:47 PM, Count : 1879

বর্তমান ডেস্ক: আর্জেন্টিনার সবকিছু নিয়েই দর্শকদের মাঝে প্রবল আগ্রহ বিরাজ করে। সেখানে জার্সি নম্বর বাদ যাবে কেন? বিশ্বকাপে কে কত নম্বর জার্সি পড়ে মাঠে মাতাবেন, এ নিয়ে আলবিসেলেস্তে ভক্তদের মাঝে আগ্রহের শেষ নেই।

আগ্রহ মেটাতে সমর্থকরা একবার চোখ বুলিয়ে নিতে পারেন জার্সি নম্বরে।
কাতারে অবধারিতভাবেই আইকনিক ১০ নম্বরের জার্সিটি অধিনায়ক লিওনেল মেসির গায়ে জড়িয়ে থাকবে। মেসির মতো পাওলো দিবালা এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার জার্সি নম্বরও অপরিবর্তিত। এই দুজন মাঠে নামবেন যথাক্রমে ২১ ও ১১ নম্বর জার্সি পড়ে। রাশিয়া বিশ্বকাপের জার্সি নম্বর পেছনে নিয়েই কাতারে নামবেন মার্কোস অ্যাকুনা ও নিকোলাস তাগলিয়াফিকো।

বাদ বাকি সবার জার্সি নম্বরে পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। অর্থাৎ আর্জেন্টিনার ২৬ সদস্যের দলে মাত্র ৫ জনের জার্সি নম্বরের সঙ্গে সাদৃশ্য আছে রাশিয়া বিশ্বকাপের। ২৩ নম্বর নিয়ে নামবেন দলের প্রধান গোলরক্ষক এমি মার্টিনেজ। এটা তার লাকি নম্বর। বাকি দুই গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানির জার্সি নম্বর ১ এবং জেরোনিমো রুল্লি নামবেন ১২ নম্বর নিয়ে।

সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো এবং ওটামেন্ডির জার্সি নম্বর যথাক্রমে ১৩ এবং ১৯। রাইটব্যাক মলিনা খেলবেন ২৬ নম্বর জার্সি গায়ে। আরও দুই রাইটব্যাক লিসান্দ্রো মার্টিনেজ এবং হুয়ান ফয়েথ মাঠে দাঁপাবেন ২৫ ও ২ নম্বর জার্সি পড়ে। মধ্যমাঠের প্রাণ রদ্রিগো ডি পলের জার্সি ৭ নম্বর।

আর্জেন্টিনা দলের ২৬ সদস্যের জার্সি নম্বর
ফ্রাঙ্কো আরমানি - ১, জুয়ান ফয়েথ - ২, নিকোলাস তাগলিয়াফিকো - ৩, গঞ্জালো মন্টিয়েল -৪ লিয়েন্দ্রো পারেদেস - ৫, গ্যাস্টন পেজেলা - ৬, রদ্রিগো ডি পল - ৭, মার্কোস অ্যাকুনা - ৮, জুলিয়ান আলভারেজ -৯, লিওনেল মেসি -১০

অ্যাঞ্জেল ডি মারিয়া-১১, জেরোনিমো রুলি -১২, ক্রিস্টিয়ান রোমেরো-১৩, এক্সকুয়েল প্যালাসিওস -১৪, নিকোলাস গঞ্জালেজ -১৫, জোয়াকিন কোরেয়া- ১৬,  আলেজান্দ্রো গোমেজ -১৭, গুইডো রদ্রিগেজ- ১৮, নিকোলাস ওটামেন্ডি -১৯, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার - ২০

পাওলো দিবালা - ২১, লাউতারো মার্টিনেজ -২২, এমিলিয়ানো মার্টিনেজ -২৩, এনজো ফার্নান্দেজ -২৪, লিসান্দ্রো মার্টিনেজ ২৫, নাহুয়েল মোলিনা -২৬



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft