ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্নে পানি ঢালতে চান বাটলার
Published : Wednesday, 9 November, 2022 at 5:09 PM, Count : 801

বর্তমান ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফইনালে উঠেছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলই যদি নিজেদের ম্যাচে জিতে যায় তাহলেই কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের ফাইনাল দেখবে ক্রিকেট বিশ্ব। উপমহাদেশের দুই ক্রিকেট পরাশক্তির ফাইনাল নিয়ে যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নে পানি ঢালতে চান ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার।

ভারত-পাকিস্তানের ফাইনাল হবার ‘পার্টি’ নষ্ট করার হুমকি দিয়ে রাখলেন বাটলার। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে চায় ইংলিশরা।

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। এবার আবারও সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা জেগেছে। এবারের নিজ-নিজ সেমিফাইনালে জিতলেই ফাইনালে খেলবে ভারত-পাকিস্তান।

ভারত-পাকিস্তানের ফাইনালের হতে দিতে চান না বাটলার। ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগেরদিন সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বাটলার বলেন, ‘ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ হোক এটা আমরা চাই না। ভারত যথেষ্ট শক্তিশালী দল। তবে আমরা তাদের ‘পার্টি’ নষ্ট করতে চাই।’

বাটলার আরও বলেন, ‘আমরা আমাদের প্রাথমিক লক্ষ্যে পৌঁছে গেছি। সবাই সেমিফাইনাল নিয়ে উচ্ছ্বসিত। অবশ্যই, আমরা একটি দারুণ শক্তিশালী দল ভারতের  বিপক্ষে ম্যাচ নিয়ে উত্তেজিত। এই পরিস্থিতিটা আমরা দারুণ উপভোগ করছি।’

নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে ভারতকে ধরাশায়ী করার ব্যাপারে আশাবাদী ইংলিশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা সেমিফাইনাল খেলা নিয়ে উত্তেজিত। আমরা জানি- আমরা যেভাবে খেলি তাতে আমাদের জয়ের সুযোগ আছে। আমরা আমাদের পরিকল্পনায় ঠিকঠাক কাজে লাগাতে চাই।’

ইনজুরির কারনে সেমিতে অনিশ্চিত ইংল্যান্ডের তুই তারকা ডেভিড মালান আর মার্ক উড।মালান খেলতে না পারলে তার জায়গায় মাঠে নামবেন ফিল সল্ট।

ইংলিশ অধিনায়ক বলেন, ‘মালান এবং উড দু’জনই অনিশ্চিত। ম্যাচের দিন তাদের অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব।  আমরা আমাদের মেডিকেল টিমকে বিশ্বাস করি।  তাদের ফিট হওয়াটা প্রয়োজন। আমাদের স্কোয়াডে প্রতিটি সদস্যের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। পাকিস্তান সফরে যাওয়ার সুযোগ হয়েছিলো অনেক তরুণের এবং তারা ভাল করেছে। টি-টোয়েন্টির জন্য দারুন মানসিকতা রয়েছে সল্টের। সে এমন একজন খেলোয়াড়, যে পারফর্ম করতে চায়।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft