শিরোনাম: |
পরমাণু পরিদর্শনের বিষয়ে শিগগির বৈঠকের আশা যুক্তরাষ্ট-রাশিয়ার
|
![]() বিভাগটির মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা একমত হয়েছি যে, নিউ স্টার্ট চুক্তির শর্তাবলীর আওতায় খুব শিগগির বিসিসি (দ্বিপাক্ষিক সমন্বয় কমিটি) বৈঠক করবে।’ প্রাইস বলেন, এর কাজ হচ্ছে ‘গোপনীয়, তবে আমরা একটি গঠনমূলক অধিবেশনের আশা করি।’ তিনি আরো বলেন, ‘রাশিয়ার ইউক্রেন আগ্রাসন সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই কথোপকথনে ঝুঁকি হ্রাসের বিষয়ে প্রাধান্য দিচ্ছে।’ প্রাইস এ বৈঠকের তারিখ বা স্থানের কথা জানাতে অপারগতা প্রকাশ করেন। ২০২১ সালের অক্টোবরের পর এটি হবে কমিশনের জন্য প্রথম। গত আগস্টের প্রথম দিকে মস্কো নিউ স্টার্ট চুক্তির আওতায় তাদের সামরিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের পরিদর্শন স্থগিত করার ঘোষণা দেয়। এ এক্ষেত্রে তারা বলেছে, রাশিয়ার পরিদর্শনে আমেরিকার বাধার জবাবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। |