শিরোনাম: |
প্যাকিং-এর টুকিটাকি
|
![]() কোথাও বের হওয়ার আগে কি কি নিতে হবে তার একটি লিস্ট তৈরি করতে হবে। অফিস ট্যুর, সাডেন ট্যুর বা নার্সিং হোম যেখানেই যান কেন, একটি লিস্ট করে নিলে আস্তে আস্তে গুছিয়ে ফেলতে পারবেন। সুটকেস কিংবা ট্রাভেল কিটে বাড়ির অন্যান্য মালামাল না রাখাই ভালো। এভাবে বের হওয়ার সময় স্যুটকেস খালি করা আবার মালপত্র বহন করার ঝক্কি নিতে হবে না। বেড়াতে যাওয়ার জন্য আলাদা জুতো, প্রসাধনী, সাবান, তোয়ালে, জামা, ব্রাশ মজুদ রাখার অভ্যাস করুন। নতুন কিছু কেনার পর সঙ্গে সঙ্গে ব্যাগে ভরে ফেলুন। এভাবে ভুল করে কিছু ফেলে যাবেন না। যখনই কোনো কিছু নেওয়ার কথা মনে পড়বে, প্যাক করে ফেলুন। আর যদি আপাতত আপনার কনফিউশন কাজ করে তবে একটি লিস্টে লিখে রাখুন। |