শিরোনাম: |
নরসিংদীতে অপহরণের ২৪ দিন পর তরুণীকে উদ্ধার করল পিবিআই
|
![]() পিবিআই পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট বিকালে শিবপুর থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আসামীরা ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে ওই তরুণীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় অপহৃতের মা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,নরসিংদী তে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তভার পেয়ে পিবিআই নরসিংদী পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নানের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন কৌশলে মাধবদী থানাধীন ভগিরথপুর এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করেন পিবিআই নরসিংদীর উপ-পরিদশর্ক সাদেকুল সিকদার। পরে ওই তরুণীকে বিজ্ঞ আদালতে জবানবিন্দ প্রদানের জন্য প্রেরন করেন। পিবিআই নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান,বিচারিক ব্যবস্থায় সঠিক তদন্ত উপহার দেওয়ার জন্য নিরলস কাজ করে চলেছে পিবিআই। বিস্মৃত অপরাধের সূত্র ধরে হত্যা, অপহরন, গুম, জঙ্গি, জলদস্যু, ডাকাত, অস্ত্র ব্যবসায়ী,মাদক,ব্যবসায়ী,মানব পাচারকারীসহ সকল অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাড় করাতে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য পিবিআই দৃঢ সংকল্প ও বদ্ধ-পরিকর । |