প্রবাসীরা নিয়ম না মানলে জরিমানা
ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কঠিন হবে: জাতীয় পরামর্শক কমিটি
Published : Monday, 23 November, 2020 at 3:39 PM, Update: 23.11.2020 3:44:33 PM, Count : 1500

বর্তমান প্রতিবেদক: অনেক যাত্রী করোনা টেস্ট ও রিপোর্ট ছাড়া দেশে আসছেন। এসব যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য সরকারের দিনে প্রতি জনে এক হাজার টাকা করে খরচ হচ্ছে। যাত্রীদের জন্যও ১৪ দিনের কোয়ারেন্টাইন কষ্টকর হচ্ছে, আর এজন্য সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব এয়ারলাইন্সকে যাত্রার ৭২ ঘণ্টার আগে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছাড়া যাত্রীদের নিয়ে আসতে নিষেধ করা প্রয়োজন। সেই কোভিড টেস্ট করতে হবে আরটি-পিসিআরের মাধ্যমে। এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। বিমানবন্দর (বিশেষত ঢাকা), সমুদ্রবন্দর ও স্থলবন্দরগুলোতে করোনার রিপোর্ট চেক করা বাধ্যতামূলক করতে হবে। যাত্রীদের ভুয়া রিপোর্ট সর্ম্পকে সতর্ক থাকতে হবে।
রোববার কমিটির ২২তম সভায় জরিমানা করার সুপারিশসহ আরও কিছু সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এতদিন দেশের ঝুঁকিপূর্ণ ও ষাটোর্ধ্ব নাগরিক, চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ ফ্রন্টলাইনের কর্মীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এবার করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি ১৮ বছরের ওপরের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন বলে মতামত দিয়েছে। কমিটি বলেছে, ছাত্রছাত্রীরা ভ্যাকসিন না পেলে বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা কঠিন হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব মিজানুর রহমান, উপদেষ্টা সম্পাদক: এ. কে. এম জায়েদ হোসেন খান, নির্বাহী সম্পাদক: নাজমূল হক সরকার।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : মুন গ্রুপ, লেভেল-১৭, সানমুন স্টার টাওয়ার ৩৭ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।, ফোন: ০২-৯৫৮৪১২৪-৫, ফ্যাক্স: ৯৫৮৪১২৩
ওয়েবসাইট : www.dailybartoman.com ই-মেইল : [email protected], [email protected]
Developed & Maintainance by i2soft